রবিবার, ০৫ জানুয়ারী, ২০২০, ১১:২৬:০৫

চড়া খে'সারত দিতে হবে, যুক্তরাষ্ট্রের বহু নাগরিক, সেনা মা'রা যাবে : সিআইএ'র সাবেক প্রধান

চড়া খে'সারত দিতে হবে, যুক্তরাষ্ট্রের বহু নাগরিক, সেনা মা'রা যাবে : সিআইএ'র সাবেক প্রধান

আন্তর্জতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিমান হা'মলা চা'লিয়ে ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যার ঘটনায় কার্যত যু'দ্ধাবস্থা বিরাজ করছে। উ'ত্তেজনা বেড়েই চলেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। সারাবিশ্ব তাকিয়ে আছে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে। যদিও যুক্তরাষ্ট্রের শান্তিপ্রিয় মানুষজন রাস্তায় বেরিয়ে এসে যু'দ্দবিরোধী স্লোগান দিচ্ছেন।

এরই মধ্যে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র সাবেক ভারপ্রাপ্ত প্রধান মাইকেল মোরেল বলেছেন, কাসেম সোলায়মানিকে হ'ত্যার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত দিয়েছেন, তার জেরে যুক্তরাষ্ট্রের বহু নাগরিক মা'রা যাবে।

তিনি আরো বলেন, কাসেম সোলাইমানি হ'ত্যাকা'ণ্ডের জেরে ইরানিরা চ'রম প্র'তিশোধ নেবে এবং এজন্য যুক্তরাষ্ট্রকে চ'ড়া খেসারত দিতে হবে। সোলাইমানিকে হ'ত্যার বিষয়ে ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে বহু মার্কিন সে'না মা'রা যাবে এবং এই ঘটনায় যুক্তরাষ্ট্রের বহু বেসামরিক লোকজনও মা'রা যাবে। 

তিনি আরো বলেন, জেনারেল সোলাইমানিকে হ'ত্যার পর এখন যুক্তরাষ্ট্রের সেনা এবং নাগরিকদের জন্য ইরাক, সিরিয়া, লেবানন কোথাও আর নিরাপদ কোনো জায়গা থাকল না। সোলাইমানিকে আনুষ্ঠানিক কোনো যু'দ্ধের বাইরে হ'ত্যার মধ্য দিয়ে এই নজির স্থাপন করা হয়েছে যে, বিশ্বে এ ধরনের শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তারা আর নিরাপদ নন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে