রবিবার, ০৫ জানুয়ারী, ২০২০, ১১:৩৩:৪৬

যুক্তরাষ্ট্রের নি'ন্দা করা তো দূ'রের কথা, উ'ল্টো যুক্তরাষ্ট্রের পক্ষে বিবৃতি দিল আরব আমিরাত!

যুক্তরাষ্ট্রের নি'ন্দা করা তো দূ'রের কথা, উ'ল্টো যুক্তরাষ্ট্রের পক্ষে বিবৃতি দিল আরব আমিরাত!

আন্তর্জতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বিমান হা'মলা চালিয়ে ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যার ঘটনায় বিশ্বব্যাপী নি'ন্দার ঝ'ড় ব'ইছে। ইরাক-ইরান থেকে শুরু করে বি'ক্ষোভ চলছে খোদ মার্কিন মুলুকেও।

জানা গেছে, নিউইয়র্ক টাইমস স্কয়ারে বি'ক্ষোভ প্রদর্শন করা হয়েছে। শিকাগোতেও বি'ক্ষোভ হয়েছে। ফিলাডেলফিয়াতেও পাঁচ শতাধিক মানুষ বি'ক্ষোভ দেখিয়েছেন। ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরেও বি'ক্ষোভ হয়েছে। এমনকি শিকাগোতে ট্রাম্প টাওয়ারের সামনেই জমায়েত হয়ে বি'ক্ষোভ করেছেন শান্তিপ্রিয় মানুষজন।

এ ধরনের প'রিস্থি'তির মধ্যে যুক্তরাষ্ট্রের নি'ন্দা করা তো দূ'রের কথা, উ'ল্টো ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে হা'মলার নি'ন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাত মনে করে মার্কিন দূতাবাসে হা'মলার ঘটনাটি কূটনৈতিক নী'তি এবং নি'য়মাবলির সু'স্প'ষ্ট ল'ঙ্ঘ'ন।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন দূতাবাসে হা'মলার ঘটনাটি আন্তর্জাতিক আইনের চ'রম ল'ঙ্ঘন। এর জেরে কূটনৈতিক সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যে স্থি'তিশী'লতা ন'ষ্ট হওয়ার শ'ঙ্কা তৈরি হচ্ছে।

এর আগে গত শুক্রবার সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে কথা বলেছেন। তিনি কেবল ইরাকের সাম্প্রতিক উন্নয়ন নিয়ে কথা বলেছেন। অথচ, শুক্রবার মার্কিন বিমান হা'মলায় সোলাইমানি মা'রা যাওয়ার ব্যাপারে তাদের কোনো কথা হওয়ার বিষয়টি জানা যায়নি। সূত্র : খালিজ টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে