সোমবার, ০৬ জানুয়ারী, ২০২০, ০১:৪৪:১৮

সোলাইমানি হ'ত্যার ঘটনায় ট্রাম্পকে হ'টানোর দাবিতে যুক্তরাষ্ট্রের ৭০ শহরে বিক্ষো'ভ

সোলাইমানি হ'ত্যার ঘটনায় ট্রাম্পকে হ'টানোর দাবিতে যুক্তরাষ্ট্রের ৭০ শহরে বিক্ষো'ভ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যার পর সারাদিন টুইট করে ডোনাল্ড ট্রাম্প যখন নিজের জনপ্রিয়তা বাড়াতে ব্যস্ত, তখন মার্কিন পররাষ্ট্রনীতির বি'রু'দ্ধে দেশটির কয়েক ডজন শহরে বিক্ষো'ভ হয়েছে।

আল-কুদস প্রধানকে হ'ত্যা ইরানের সঙ্গে যু'দ্ধের উ'সকা'নি হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের একটা বড় সংখ্যক নাগরিক। যু'দ্ধ ও ব'র্ণবা'দবিরো'ধী জোট অ্যা'ন্সার ব্যালট যু'দ্ধে ট্রাম্পকে হ'টানোর দাবিতে যুক্তরাষ্ট্রের ৭০টি শহরে বিক্ষো'ভের আয়োজন করেছে। 

নিজ ওয়েবসাইটে দেয়া এক বিবৃবিতে তারা বলেন, মধ্যপ্রাচ্যে নতুন একটি যু'দ্ধের বি'রু'দ্ধে তারা বিক্ষো'ভের পরিকল্পনা করেছে। এসময় ওই অঞ্চল থেকে সব মার্কিন সেনা প্র'ত্যা'হার করে নিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা।

তারা বলেন, আমরা যারা শান্তিতে বিশ্বাস করি, তাদের সবার দায়িত্ব এই বিপ'র্য'য়কর যু'দ্ধের বিরো'ধিতা করা। এখনই পদক্ষেপ নেয়ার সময়। যদিও যু'দ্ধ ব'ন্ধ করতেই সোলাইমানিকে হ'ত্যা করা হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার যুক্তরাষ্ট্রের সব বড় শহরগুলোতে বিক্ষো'ভ নিয়ে রাস্তায় নামেন তারা। এসময় তাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল– ‘যু'দ্ধ নয়-শা'ন্তি’, ‘যু'দ্ধ নয়-উন্নয়ন’, ‘যু'দ্ধ নয়-বন্ধুত্ব’, ‘নো জা'স্টি'স নো পিচ-ইউএস আ'উ'ট অব মিডল ইস্ট’ স্লো'গা'ন।

নিউইয়র্ক অঙ্গরাজ্য সিনেটের মেম্বার জ্যাসিকা র‌্যামোজ বলেন, আমেরিকার ইতিহাস-ঐতিহ্যের প'রিপ'ন্থি আ'চ'রণে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রকে একঘরে করা হচ্ছে। এমন অবস্থার অ'বসা'নে রাজপথ এবং ক্যাপিটল হিলে একযোগে সোচ্চার থাকতে হবে। সামনের নভেম্বরের নির্বাচনে ব্যালট যু'দ্ধে অ-আমেরিকান ট্রাম্পকে হ'ঠা'তে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে