সোমবার, ০৬ জানুয়ারী, ২০২০, ১০:২৮:২৯

‘মার্কিন সরকারের মূল্যবান সম্পদ নিজেদের করে নিল ইরান’!

 ‘মার্কিন সরকারের মূল্যবান সম্পদ নিজেদের করে নিল ইরান’!

আন্তর্জতিক ডেস্ক : শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনী একপাক্ষিক হা'মলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত শাখা কুদস্ বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থি'রতা দেখা দিয়েছে। ইরান এরই মধ্যে এ ঘটনার জন্য ‘চর'ম প্র'তিশোধ’ নেয়ার কথা বলেছে। তারই ধারাবাহিকতায় এবার মার্কিন সরকারের একটি ওয়েবসাইট হ্যা'ক করেছে ইরানের হ্যা'কাররা।

জানা যায়, এই ওয়েবসাইটটির মাধ্যমে সরকারি প্রকাশনা জনগণ বিনামূল্যে পেয়ে থাকেন। কিন্তু সেই ওয়েবসাইটটি শনিবার থেকে ইরানি হ্যা'কারদের আ'য়ত্তে চলে যায়। একে ইরান বনাম যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উ'ত্তেজনায় ইরানের প্রথম জয় হিসেবে দেখা হচ্ছে। আর এতে  ‘মার্কিন সরকারের মূল্যবান সম্পদ নিজেদের করে নিল ইরান’!

ওয়েবসাইটি আয়ত্তে নেয়ার পর হ্যা'কাররা সেখানে একটি বার্তা পোস্ট করেন। বলা হয়, ‘আল্লাহর নামে। ইরানের সাইবার সিকিউরিটি হ্যা'কাররা হ্যা'ক করেছে এটি ইরানের সাইবার স'ক্ষমতার একটি প্রমাণ! আমরা সবসময় প্র'স্তুত আছি।

এদিকে, বাগদাদের উত্তরের আল-বালাদ ঘাঁটি লক্ষ্য করে কাতিউশা রকেট নি'ক্ষেপ করে হা'মলা চা'লানো হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে