সোমবার, ০৬ জানুয়ারী, ২০২০, ০১:২৩:১৫

এবার পরমাণু চুক্তি না মানার ঘোষণা দিলো ইরান

এবার পরমাণু চুক্তি না মানার ঘোষণা দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ঘোষণা করেছে যে তারা আর ২০১৫ সালের পরমাণু চুক্তির দ্বারা আরোপিত বি'ধিনি'ষেধ মানবেনা। এক বিবৃতিতে দেশটি বলেছে পরমাণু উপকরণ সমৃদ্ধকরণ, মজুদ, গবেষণা ও উন্নয়নের কাজে আর কোনো সীমাবদ্ধতা তারা রাখবেনা। তেহরানে দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর এ ঘোষণা দেয় ইরান।

ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্র বাগদাদে হ'ত্যা করার পর ওই অঞ্চলে এখন তী'ব্র উ'ত্তেজনা বিরাজ করছে। এদিকে রবিবার সন্ধ্যায় বাগদাদে যুক্তরাষ্ট্র দূতাবাস এলাকা লক্ষ্য' করে হা'মলার খবর পাওয়া গেছে। একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, যে অন্তত চারটি রকেট দূ'তাবাস লক্ষ্য' করে ছো'ড়া হয়েছে। যদিও হ'তাহ'তের কোনো খবর পাওয়া যায়নি।

পরমাণু চুক্তির বিষয়ে ইরানের সর্বশেষ অবস্থান: ২০১৫ সালের চুক্তির আলোকে ইরান স্প'র্শকাতর পরমাণু কার্যক্রম সীমিত করতে সম্মত হয়েছিলো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পরিদর্শনের অনুমতি দিয়েছিলো অর্থনৈতিক নি'ষেধা'জ্ঞা প্র'ত্যাহারের বিনিময়ে।

কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে এ চুক্তি থেকে সরে দাঁড়ান এবং বলেন যে তিনি পরমাণু কর্মসূচি কমিয়ে আনা ও ব্যা'লিস্টিক ক্ষে'পণা'স্ত্র' কর্মসূচি স্থগিত করতে ইরানকে একটি নতুন চুক্তিতে বাধ্য করবেন। ইরান তার এ বক্তব্য প্রত্যাখ্যান করে এবং ধীরে ধীরে পরমাণু চুক্তি বিষয়ে দেয়া প্রতিশ্রুতি থেকে সরে আসতে থাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে