সোমবার, ০৬ জানুয়ারী, ২০২০, ০১:২৯:৩৬

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁ'টিতে হা'মলা, মার্কিন সেনাসহ নিহ'ত ৩

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁ'টিতে হা'মলা, মার্কিন সেনাসহ নিহ'ত ৩

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁ'টিতে হা'মলায় অন্তত ৩ জন মার্কিনী নিহ'ত হয়েছেন। এদের মধ্যে একজন মার্কিন সেনা এবং অপর দুইজন ঠিকাদার ছিলেন। রবিবার কেনিয়ার লামুতে মার্কিন সেনা ঘাঁ'টিতে এই হা'মলা চা'লায় আল শাবাব নামের উ'গ্রবা'দী গোষ্ঠী।

মার্কিন বাহিনী এক ঘোষণায় জানায়, ওই হা'মলায় আমেরিকান প্রতিরক্ষা বিভাগের ৩ সদস্য নিহ'ত হয়েছেন। কেনিয়ার ওই সেনাঘা'টিতে ১০০ মার্কিন সেনা রয়েছে বলে খবরে বলা হয়েছে।

গতকাল এক বিবৃতিতে আল শাবাব জানায়, মুজাহিদীন যো'দ্ধারা শ'ত্রুদের ঘাঁ'টিতে প্রবেশ করে সফলভাবে হা'মলা চা'লিয়েছে এবং ওই ঘাঁ'টির একটি অংশ দ'খলে নিয়েছে। তবে কেনিয়ার সামরিক বাহিনী বলেছে, হা'মলা'কারীদের হা'মলা ন'স্যাৎ করে দেয়া হয়েছে এবং এতে ৫ জন হা'মলাকারী নিহ'ত হয়েছে। এছাড়া আরও ৫ হা'মলাকারীকে গ্রে'ফতার করা হয়েছে বলে জানিয়েছে কেনিয়ার পুলিশ কর্মকর্তারা।

গত শুক্রবার ইরাকের বাগদাদের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হা'মলায় ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি ও ইরান সমর্থিত পপুলরার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বেশ কয়েকজন নি'হ'ত হয়েছেন।

এরপর থেকে ফের মধ্যপ্রাচ্য জু'ড়ে অ'স্থিরতা শুরু হয়েছে। অনেকে আশ'ঙ্কা করছেন তৃতীয় বিশ্বযু'দ্ধের দা'মামা শুরু হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুম'কি দিয়ে বলেছেন, বিশ্বের যেকোন স্থানে মার্কিনীদের ওপর হা'মলা চালালে তার কড়া জবাব দেয়া হবে। সূত্র: ইউরো নিউজ, আল জাজিরা, বিবিসি, সিএনএন, ডেইলি স্টার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে