সোমবার, ০৬ জানুয়ারী, ২০২০, ০১:৫৯:১৯

জী'বিত সোলাইমানির চেয়ে মৃ'ত সোলাইমানি যুক্তরাষ্ট্রের জন্য আরও বেশি ভ'য়ঙ্ক'র

জী'বিত সোলাইমানির চেয়ে মৃ'ত সোলাইমানি যুক্তরাষ্ট্রের জন্য আরও বেশি ভ'য়ঙ্ক'র

আন্তর্জতিক ডেস্ক : সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র অচিরেই একথা উপলব্ধি করবে যে, তাদের হা'মলায় শাহাদাতপ্রাপ্ত লে. জেনারেল কাসেম সোলাইমানি তার জী'বিত অবস্থার চেয়ে অনেক বেশি ভ'য়ঙ্কর। ইরানের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কর্মকর্তা আলী শামখানি এ কথা বলেছেন। 

রবিবার ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি সিরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী মামলুকের সঙ্গে এক বৈঠকে এ হুঁ'শিয়ারি উচ্চারণ করেন।

গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হা'মলা চা'লিয়ে লে. জেনারেল সোলাইমানিকে হ'ত্যা করে মার্কিন সেনারা। ওই হা'মলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহ'ত হন।

পূর্ব পরিকল্পিত হ'ত্যাকা'ণ্ডের মাধ্যমে জেনারেল সোলাইমানিকে শ'হীদ করার ব্যাপারে ইরানের অবস্থান বর্ণনা করতে গিয়ে আলী শামখানি বলেন, ইরান অবশ্যই এই অ'পরা'ধযজ্ঞের জবাব সামরিক উপায়ে দেবে; তবে ইরানের জবাব শুধু সামরিক পদক্ষেপে সীমাবদ্ধ থাকবে না।

ইরাকি পার্লামেন্টে মার্কিন সেনা ব'হিষ্কারের বিল পাসের প্রতি ই'ঙ্গিত করে ইরানের নৌবাহিনীর সাবেক প্রধান আলী শামখানি বলেন, বিলটি আইনে পরিণত হওয়ার পরও ইরাকে মার্কিন সেনা থাকতে পারবে না। যদি থাকে তবে তারা দ'খলদার সেনা হিসেবে চিহ্নিত হবে। কারণ, এতদিন ইরাক সরকারের অনুমোদন নিয়ে দেশটিতে মার্কিন স'ন্ত্রাসী সেনা মোতায়েন ছিল।

জেনারেল সোলায়মানির শা'হাদাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষ থেকে শো'ক জানাতে তার বিশেষ দূত হিসেবে ইরান সফরে এসেছেন আলী মামলুক। 

তিনি ওই সাক্ষাতে মধ্যপ্রাচ্যসহ গোটা অঞ্চলের নি'র্যাতিত জনগোষ্ঠীর মাঝে জেনারেল সোলায়মানির অবস্থান বর্ণনা করতে গিয়ে বলেন, কাসেম সোলাইমানির শাহাদাতে লেবানন, ইরাক, সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানের জনগণ ইরানি জনগণের চেয়ে কম ক'ষ্ট পায়নি। 

জেনারেল সোলাইমানি নি'র্যাতিত জাতিগুলোর পাশে দাঁড়িয়েছিলেন উল্লেখ করে সিরিয়ার বিশেষ দূত বলেন, তার শাহাদাতের মধ্য দিয়ে ইসরাইলের ধ্বং'স ও ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাধীনতা অর্জনের সূচনা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে