শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫, ০৫:৪৬:৩৮

নাইজেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত শতাধিক

নাইজেরিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : উৎসবের আমেজ যেন নিমেষেই বদলে গেল বিষাদে! গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে নাইজেরিয়া। সিলিন্ডারে রান্নার গ্যাস ভর্তি করার সময় ট্যাঙ্কারে ভয়ঙ্কর বিস্ফোরণ। ঘটনাস্থলেই হয়েছে শিশু ও মহিলা-সহ ১০০ জনেরও বেশি মানুষের। কয়েকশো মানুষ গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সকালে নাইজেরিয়ার একটি ক্রিশ্চিয়ান কলোনিতে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্রিসমাসের কারণে একটু বেশিই লাইন পড়েছিল গ্যাস প্ল্যান্টের বাইরে। নাইজেরিয়ার নিউই শহরে একটি গ্যাস প্ল্যান্টে রান্নার গ্যাস কিনছিলেন কয়েক হাজার মানুষ। একটি ট্রাক বুটেন গ্যাস ডিসচার্জ করছিল। সেই থেকেই হঠাত্‍‌ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। কালো ধোঁয়া আর আগুন। চারিদিকে ছড়িয়ে পড়ে রক্তাক্ত দেহাংশ। বিপর্যয় মোকাবিলা বাহিনী ঠিক সময়ে এলেও, কয়েকশো মানুষের জীবন মুহূর্তেই শেষ হয়ে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত পাওয়া খবে প্রায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৫০ জন। তবে নিহতদের বেশির ভাগেরই দেহ শনাক্ত করা যায়নি। এদিন সকালে স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে প্ল্যান্টে গ্যাস ভর্তি করতে আসে ট্যাঙ্কারটি। গ্যাস ভরা শেষ করে সঙ্গে সঙ্গেই ট্যাঙ্কারটি প্ল্যান্ট ছেড়ে বেরিয়ে যায়। নিয়ম মতো ঠাণ্ডা হওয়ার জন্য বিন্দুমাত্র সময়ও দেয়নি। সে কারণেই আগুন ধরে বিস্ফোরণ হয় বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। ২৫ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে