সোমবার, ০৬ জানুয়ারী, ২০২০, ০২:৫৮:৪৫

আগে প্র'তিশোধ, পরে আলোচনা: ইরান

আগে প্র'তিশোধ, পরে আলোচনা: ইরান

আন্তর্জতিক ডেস্ক : গত শুক্রবার জেনারেল কাসেম সো’লা’ইমানি হ’ত্যা’র প্র'তিশোধ নেয়ার পরই আলোচনায় বসবে ইরান। গতকাল রবিবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার সামরিক উপদেষ্টা হোসাইন দেহঘান এ ঘোষণা দেন।

এ ব্যাপারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের আমাদের বিরুদ্ধে স'রাস'রি পদক্ষেপ নিয়েছে। আমরাও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেবো। আমরা যু'দ্ধ চাই না। যু'দ্ধ যেহেতু তারা শুরু করেছে। তাদের কাজের সমুচিত জ'বাব দেয়া হবে।’

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘ইরানের যে কোনো আ'ক্র'মণের ক'ঠোর জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। এখনো তী'ব্র ঝুঁ'কি রয়েছে। ঝুঁ'কি নিরসন করে মার্কিনদের র'ক্ষা করা আমাদের প্রধান লক্ষ্য। তিনবছর আগেই মার্কিন নিরাপত্তার পরিকল্পনায় মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। এমনকি কাসেম সো’লা’ইমানিকে হ’ত্যা’র বিষয়টিও তখন থেকেই সেখানে ছিল।’

এদিকে ট্রাম্পকে স’ন্ত্রা’সী আখ্যা দিয়েছেন ইরানের তথ্য ও টেলিযোগাযোগমন্ত্রী। সবধরনের প'রিস্থিতির জন্য ইরান প্রস্তুত। প্র'তিশোধের পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে