সোমবার, ০৬ জানুয়ারী, ২০২০, ০৩:০৩:১১

ইরানের ভ'য়ে মধ্যপ্রাচ্য থেকে সেনা স'রিয়ে নিচ্ছে ট্রাম্প!

ইরানের ভ'য়ে মধ্যপ্রাচ্য থেকে সেনা স'রিয়ে নিচ্ছে ট্রাম্প!

আন্তর্জতিক ডেস্ক : ইরানের ভ'য়ে মধ্যপ্রাচ্য থেকে সেনা স'রিয়ে নিচ্ছে ট্রাম্প! মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা স'রিয়ে নিতে শুরু করেছে আমেরিকা। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে কয়েকটি সামরিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো বলছে, আমেরিকা শনিবার থেকে সেনা প্র'ত্যাহার শুরু করেছে। মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মিশনগুলোর রক্ষার জন্য আমেরিকা আরো ৭০০ সেনা পাঠাচ্ছে বলে খবর বের হলেও সামরিক সূত্রগুলো বলছে, কুয়েত থেকে আমেরিকা কম্ব্যাট ট্রু'পস স'রিয়ে নিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, মধ্যপ্রাচ্যে তারা সামরিক উ'পস্থিতি বাড়াবে। ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনীর কুদ্‌স ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানির হ’ত্যা’কা'ণ্ডের পর যখন আমেরিকা মধ্যপ্রাচ্যজুড়ে প্র'চণ্ড চা'পের মুখে রয়েছে তখন কয়েকটি সামরিক সূত্র মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা স'রিয়ে নেয়ার এই খবর দিল।

গতকাল রবিবার ই’রাকের জাতীয় সংসদের ১৭০ জন সদস্য ই’রাক থেকে মার্কিন সেনা ব'হিষ্কারের খসড়া প্রস্তাবে সই করেছেন। এই প্রস্তাব ই’রাকের সংসদে চূড়ান্তভাবে পাস হলে আমেরিকা ইরাক থেকে সেনা প্র'ত্যাহার করে নিতে বাধ্য হবে। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে