সোমবার, ০৬ জানুয়ারী, ২০২০, ০৫:২৯:২৯

সোলাইমানি মৃত্যুতে আমরা শো'ক প্রকাশ করবো না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

সোলাইমানি মৃত্যুতে আমরা শো'ক প্রকাশ করবো না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : আমাদের সব স্বার্থের জন্য হু'ম'কি ছিলেন ইরানের জেনারেল কাসেম সোলাইমানি। কাজেই তিনি নি'হ'ত হওয়ায় আমরা শো'কাহ'ত না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

তবে সব পক্ষকে উত্তে'জনা ক'মা'নোর আ'হ্বান জানিয়েছেন লন্ডনের এই সাবেক মেয়র। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার সকালে কাসেম সোলাইমানি মার্কিন হা'ম'লার শি'কা'র হওয়ার পর রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। ক্যারিবীয় দ্বীপে অ'ব'সর যাপন থেকে ফিরে বরিস জনসন বলেন, ইরাককেও তিনি শান্তি ও স্থিতিশীলতায় সমর্থন দিতে বলবেন।

ইরাক থেকে ব্রিটিশ সেনাসহ বিদেশি বাহিনী ব'রখা'স্তে দেশটির পার্লামেন্টে আহ্বান জানানো হয়েছে। বরিস বলেন, আমাদের সব স্বা'র্থের জন্য হু'ম'কি হয়ে দাঁড়িয়েছিলেন কাসেম সোলাইমানি। মধ্যপ্রাচ্যে ধ্বং'সা'ত্ম'ক, অ'স্থি'তি'শীল আ'চ'রণের জন্য তিনি দা'য়ী ছিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, তার নেতৃত্বের ভূমিকায় তিনি যে প'দক্ষে'প নিয়েছেন, তাতে হাজারো নিরা'পরা'ধ লোক ও পশ্চিমাদের মৃ'ত্যুর দিকে ধা'বি'ত করেছে। তার মৃ'ত্যুতে আমরা শো'ক প্রকাশ করবো না। এটা প'রি'ষ্কার যে প্র'তিশো'ধ ও প্র'তিহিং'সার সব আহ্বানে অঞ্চলটিকে আরও স'হিং'সতার ভেতর নিয়ে যাবে। তাতে কারো স্বা'র্থ নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে