সোমবার, ০৬ জানুয়ারী, ২০২০, ০৭:০১:১৩

সোলাইমানিকে হ'ত্যার প্র'তিবা'দে পাকিস্তানে ব্যা'পক বিক্ষো'ভ

সোলাইমানিকে হ'ত্যার প্র'তিবা'দে পাকিস্তানে ব্যা'পক বিক্ষো'ভ

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রো'ন হা'ম'লায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহ'ত হওয়ার প্র'তিবা'দে পাকিস্তানেও ব্যা'পক বিক্ষো'ভ হয়েছে।

রোববার বন্দরনগরী করাচিতে বি'ক্ষো'ভকারীরা মার্কিন কনস্যুলেটের দিকে এগিয়ে যেতে চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সং'ঘা'তের ঘটনাও ঘটেছে।

মধ্যপ্রাচ্যে শিয়াসং'খ্যাগ'রি'ষ্ঠ ইরানের প্র'ভা'ব বি'স্তারের মূল স্থপতি বলা হয় প্র'ভা'বশালী আল-কুদস ফোর্সের এই প্রধান সোলাইমানিকে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সোলাইমানির ছবি নিয়ে নারী-শিশুসহ কয়েক হাজার লোক বিক্ষো'ভ নিয়ে রাস্তায় নেমে আসেন করাচিতে।

এসময় তারা ‘আমেরিকা নি'পা'ত যাক, ইসরাইল নি'পা'ত যাক’ বলে স্লো'গা'ন দেন। শিয়া মুসলমানদের বিভিন্ন সংগঠন এই বি'ক্ষো'ভের আয়োজন করেছেন।

তারা বি'ক্ষো'ভ নিয়ে মার্কিন কনস্যুলেটের দিকে যেতে চাইলে নি'রা'প'ত্তা বাহিনীর সদস্যরা রাস্তা ব'ন্ধ করে দেন। নি'রাপ'ত্তা বে'ষ্ট'নীর ভেতরে যেতে পুলিশ তাদের বা'ধা দিয়েছে।

রোববার সন্ধ্যায় ক্ষ'ণিকের উত্তে'জনার পর প্র'তিবা'দ স্থগিত করা হয়েছে। র‌্যালিতে এক জ্যেষ্ঠ ধর্মীয় নেতা শাহানশাহ নকভী বলেন, ইরানের বি'রু'দ্ধে পাকিস্তানের মাটি ব্যবহার করতে দেয়া হবে না।

রাজধানী ইসলামাবাদেও ছোট্ট একটি বি'ক্ষো'ভ অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্র'তিবা'দকারীরা আমেরিকা ও ইসরাইলের পতাকায় আ'গু'ন ধরিয়ে দিয়েছেন।

সব ধরনের বি'ত'র্কের শান্তিপূর্ণ সমাধানের কথা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। সূত্র : রয়টার্স

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে