আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সেনা প্র'ত্যাহা'রের প্রস্তাব পাস হওয়ায় ইরাকের বি'রু'দ্ধে ক'ঠো'র নিষে'ধা'জ্ঞা আরো'পের হু'ম'কি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাগদাদ থেকে সরতে হলে অর্থ ফেরত দেয়ার শর্ত জানিয়েছেন তিনি।
রোববার সন্ধ্যায় ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসি যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ট্রাম্প এ শর্ত দেন বলে রয়টার্স জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, বছরের পর বছর ধরে মার্কিন প্রশাসন ইরাকে সামরিক খাতে বিপুল বিনিয়োগ করেছে। ইরাক সেই অর্থ ফেরত না দিলে যুক্তরাষ্ট্র চলে যেতে প্রস্তুত নয়।
মার্কিন সৈন্য প্র'ত্যাহা'র করতে হলে ওয়াশিংটন ইরাকের উপর অর্থনৈতিক নিষে'ধা'জ্ঞা চাপাবে বলেও হু'ম'কি দেন ট্রাম্প। তিনি বলেন, সেই নিষে'ধা'জ্ঞার মাত্রা ইরানের উপর নিষে'ধা'জ্ঞার মাত্রাকেও ম্লা'ন করে দেবে।
ইরানের আল-কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি মিলিশিয়া বাহিনী হাশদ আস সাবির কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস হ'ত্যাকা'ণ্ডের ঘটনায় দেশটি থেকে মার্কিন সেনা প্র'ত্যাহা'রের প্রস্তাব পাস হয়েছে।