সোমবার, ০৬ জানুয়ারী, ২০২০, ০৮:২২:৩৮

হা'ন্টার কি'লা'র দিয়ে ইরানে ক্ষে'পণা'স্ত্র হাম'লা চালাতে প্রস্তুত ব্রিটেন!

হা'ন্টার কি'লা'র দিয়ে ইরানে ক্ষে'পণা'স্ত্র হাম'লা চালাতে প্রস্তুত ব্রিটেন!

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে বিমানবন্দরে শুক্রবার হা'ম'লা চা'লিয়ে ইরানের বি'প্ল'বী গা'র্ডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যা করে যুক্তরাষ্ট্র।এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চ'র'ম উত্তে'জনা ছ'ড়িয়ে পড়েছে। এরই মধ্যে আমেরিকার বি'রু'দ্ধে 'বড় ধ'রনের প্র'তিশো'ধ' নেয়ার ঘোষণা দিয়েছে ইরান।

এদিকে, ইরান ই'স্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন জানিয়েছে ব্রিটেন। ইরানের ভূখ'ণ্ডের জলসীমার কাছে যুক্তরাজ্যের যে সাম'রিক স্থাপনা রয়েছে তা দেশটিতে আ'ক্র'মণের অবস্থানে রয়েছে। এ বিষয় বিশ্বা'সযোগ্য তথ্য পেয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য সান।দ্য সান সংবাদপত্রের খবরে বলা হয়েছে, টমাহাক ক্রু'জ ক্ষে'পণা'স্ত্র নিয়ে স'জ্জি'ত রয়েল নেভির পা'রমা'ণবিক চালিত সাবমেরিন ইরানের কাছে মা'রা'ত্মক অবস্থানে রয়েছে।

সান তার প্র'তির'ক্ষা সূ'ত্রের বরাত দিয়ে দাবি করেছে যে ব্রিটিশ সেনাবাহিনীর পদস্থ'রা মার্কিন বাহিনী ইরান আ'ক্র'মণ করার সিদ্ধান্ত নিলে সামরি'কভাবে যুক্তরাষ্ট্রকে সমর্থন করতে আ'গ্র'হী।

দ্য সান তার এক প্র'তির'ক্ষা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাজ্য সর্বদা যুক্তরাষ্ট্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। হা'ন্টার কি'লা'র হলো র'য়্যাল নে'ভির সর্বা'ধিক উন্নত সাবমেরিন। এগুলি খুবই মা'রা'ত্ম'ক এবং ইরানের সীমার মধ্যে আ'ক্র'ম'ণ করতে সম'র্থ। সূত্র : প্রেস টিভি 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে