সোমবার, ০৬ জানুয়ারী, ২০২০, ০৯:৩৮:২৪

ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন, সেই কারণেই সোলাইমানির মৃত্যু : হামাস

ফিলিস্তিনিদের স্বাধীনতার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন, সেই কারণেই সোলাইমানির মৃত্যু : হামাস

আন্তর্জাতিক ডেস্ক : জেনারেল কাসেম সোলাইমানিকে বায়তুল মুকাদ্দাসের শহীদ আ'খ্যা'য়িত করে ফিলিস্তিনের প্র'তিরো'ধ আন্দোলন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া বলেছে, জেনারেল সোলাইমানি স্বাধীনতার স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন, সেই কারণেই তাকে হ'ত্যা করা হয়েছে।

ফিলিস্তিনকে সাহায্যের কারণেই সোলাইমানিকে হ'ত্যা করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, জেনারেল সোলাইমানি আ'জী'বন ফিলিস্তিনের প্রতি সমর্থন ও স'হযো'গিতা দিয়ে গেছেন।

সোমবার তেহরানে জেনারেল সোলাইমানি এবং কমা'ন্ডার আবু মাহদি আল মুহান্দিসসহ নি'হ'তদের জা'না'জা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেনারেল সোলাইমানির জা'না'জায় অংশ নিতে ইসমাইল হানিয়া বর্তমানে ইরানে অবস্থান করছেন।

জা'না'জাপূর্ব বক্তব্যে তিনি বলেন, আমরা এখানে এসেছি, অন্তরের ভালবাসা থেকে শহীদ সোলাইমানিকে স্ম'র'ণ করতে যার সাহায্য ও সহযোগিতা ফিলিস্তিন র'ক্ষার সং'গ্রা'মকে আরো গতি দিয়েছে। আমরা কখনো পেছনে ফিরে যাবোনা, এই শা'হা'দাত কুদস এবং ফিলিস্তিন স্বাধীন করতে আল্লাহর ইচ্ছায় আমরা এগিয়ে যাবো।

হানিয়া আরও বলেন, শহীদ সোলাইমানি তার পুরো জীবন ফিলিস্তিনকে র'ক্ষায় সময় দিয়েছেন। আমি ঘোষণা দিতে চাই শহীদ সোলাইমানি 'কুদসের একজন শহীদ, কুদসের একজন শহীদ।'

হামাস নেতা আরও বলেন, গাজায় এবং লেবাননের সংগ্রামে যে বিজয় তিনি নিয়ে এসেছেন আল্লাহর সহায়তায় সে বিজয় অ'ব্যা'হত থাকবে। ইসলামি প্র'তিরো'ধের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব ষ'ড়য'ন্ত্র ন'স্যাৎ করে দেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে