সোমবার, ০৬ জানুয়ারী, ২০২০, ১০:২৫:৩৫

ইরাকের বি'রু'দ্ধে ডোনাল্ড ট্রাম্পের নিষে'ধা'জ্ঞা 'খুব একটা সহায়ক হবে না': জার্মানি

ইরাকের বি'রু'দ্ধে ডোনাল্ড ট্রাম্পের নিষে'ধা'জ্ঞা 'খুব একটা সহায়ক হবে না': জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক : ইরাক থেকে মার্কিন সেনা প্র'ত্যা'হারের প্রেক্ষা'পটে ইরাকের বি'রু'দ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষে'ধা'জ্ঞার হু'ম'কি খুব সহায়ক হবে না বলে জানিয়েছে জার্মানি।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস ডয়েচ ফ্ল্যাংক ফাংক রেডিওকে বলেন, আমি মনে করি না, যুক্তি বাদ দিয়ে হু'ম'কির মাধ্যমে তিনি ইরাককে বোঝাতে পারবেন। প'রি'স্থি'তির উত্তে'জনা বাড়লে ইরাক পুনর্নির্মাণের কয়েক বছরের চেষ্টা সব ভে'স্তে যাবে বলেও তিনি হু'শি'য়ারি দেন।

জরুরিভাবে উত্তে'জনা কমাতে আহ্বান জানিয়েছেন ইউরোপীয় নেতারা। কিন্তু মাস স্বী'কার করেছেন, মিত্রদের কাছ থেকে জো'রা'লো সমর্থন আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জার্মান, ফ্রান্স ও ব্রিটিশ সমকক্ষদের সঙ্গে ফোনে কথা বলেছেন মাইক পম্পেও। এরপর হাইকো মাস বলেন, মার্কিন পদক্ষেপে আমরা শ'তভা'গ সমর্থন দিইনি এতে তিনি স্প'ষ্টত খুশি না। এটা গুরুত্বপূর্ণ যে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ দৃ'ষ্টিভ'ঙ্গি উপ'স্থা'পন করবে, যাতে পরিস্থিতি শান্ত হতে ভূমিকা রাখতে পারে।

এই জার্মান কূটনীতিক আরও বলেন, ইরাকে যু'দ্ধ হলে আমাদের নিরাপত্তা স্বার্থ ব্যাপকভাবে ক্ষ'তিগ্র'স্ত হবে। কাজেই এখানে আমাদের দায়িত্ব রয়েছে।

এদিকে মার্কিন হা'ম'লায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হ'ত্যাকা'ণ্ডের ঘটনায় উত্তে'জনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে শনিবার মস্কো যাচ্ছেন জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মেরকেল। জার্মান সরকারের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে