সোমবার, ০৬ জানুয়ারী, ২০২০, ১০:৪৫:৪৫

গোটা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে সরাতে হবে : আইআরজিসি

গোটা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে সরাতে হবে : আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার তেহরানে জেনারেল সোলাইমানির জানাযার সময় বক্তব্য রাখেন ইরানের ইসলামি বি'প্ল'বী গার্ড বাহিনী আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ। 

তিনি বলেন, কয়েকটি ক্ষে'পণা'স্ত্র নি'ক্ষে'প, মার্কিন ঘাঁটি ধ্বং'স এমনকি ট্রাম্পকে হ'ত্যাও জেনারেল সোলাইমানির র'ক্তের প্র'তিশো'ধের জন্য যথেষ্ট হবে না। আসলে এর কোনোটিই এই শহীদের র'ক্তের সমতুল্য নয়।

আইআরজিসি প্রধান বলেন, গোটা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর প'ত'নই কেবল শহীদ সোলাইমানির র'ক্তমূল্য হতে পারে। এই অঞ্চলের মজলুম মানুষ যখন পুরোপুরি আমেরিকার শ'য়তা'নি থেকে মুক্তি পাবে তখনি কেবল জেনারেল সোলাইমানিকে হ'ত্যার প্র'তিশো'ধ নেওয়া পূর্ণতা পাবে।

গত শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হা'ম'লা চালিয়ে জেনারেল সোলাইমানিকে হ'ত্যা করে মার্কিন সেনারা। ওই হা'ম'লায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি'র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিস'সহ মোট ১০ জন শহীদ হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে