সোমবার, ০৬ জানুয়ারী, ২০২০, ১১:২৬:৪৭

ইরাক থেকে মার্কিন সৈন্য ব'হিষ্কা'র ইরানের জন্য বড় বি'জয়: মার্কিন সেক্রেটারি

ইরাক থেকে মার্কিন সৈন্য ব'হিষ্কা'র ইরানের জন্য বড় বি'জয়: মার্কিন সেক্রেটারি

আন্তর্জতিক ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনা প্র'ত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেয় ইরাকি সংসদ। ইরাক থেকে মার্কিন সেনা প্র'ত্যা'হারের এবং আন্তর্জাতিক জোটের সাথে সহযোগিতা অবসানের আদেশ সংক্রান্ত প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহ্দীর দেওয়া একটি সুপারিশকে সমর্থন করেছে ইরাকি সংসদ।

এদিকে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য ব'হিষ্কা'র ইরানের জন্য বড় বি'জয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শেরমান।

এ ব্যাপারে তিনি বলেন, ‘ইরাকি পার্লামেন্টে মার্কিন সৈন্য ব'হিষ্কার করতে ভোট হতে যাচ্ছে। এটা ইরানের জন্য একটি বড় বিজয়। ট্রাম্পের সিদ্ধান্তের কারণে এটা আমাদের স্বার্থের একটি বিপ'র্যয়।’

গত শুক্রবার জেনারেল সো’লাইমানিকে হ’ত্যা’র পর ইরান-যুক্তরাষ্ট্র উ'ত্তেজনার মধ্যে এক টুইটবার্তায় তিনি এ মন্তব্য করেন। সূত্র: ইরান নিউজ ডেইলি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে