সোমবার, ০৬ জানুয়ারী, ২০২০, ১১:৫৬:১৬

আমেরিকার বি'রুদ্ধে ক'ঠিন প্র'তিশো'ধ নেওয়া হবে: কুদস ফোর্সের নতুন প্রধান

আমেরিকার বি'রুদ্ধে ক'ঠিন প্র'তিশো'ধ নেওয়া হবে: কুদস ফোর্সের নতুন প্রধান

আন্তর্জতিক ডেস্ক : সোলেইমানি হ’ত্যা’র পর ই’রানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস বাহি’নীর নতুন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘা'নি বলেছেন, ‘আমরা একই শক্তি-সামর্থে শ’হী’দ সো’লাইমানি পথ অব্যাহত রাখার প্র'তিশ্রু'তি নিয়েছি এবং এই অঞ্চল থেকে আমেরিকা তা'ড়া'নোসহ নানা পদক্ষেপে তার শা’হা’দাতের প্র'তিশো'ধ নেয়া হবে।’

ইসমাইল ঘানি বলেছেন, ‘এই আ'ন্দো'লনের ধারাবাহিকতার লক্ষ্য হলো ইমাম মাহদীর মতো করে বিশ্ব পরিচালনায় পৌঁছানো। আর এই গুরত্বপূর্ণ লক্ষ্য অর্জিত হবে সর্বোচ্চ নেতার ত'ত্ত্বাব'ধানে। শ’হী’দ সো’লেইমানি হ’ত্যা’র বদ'লা নেয়া আল্লাহর দেয়া প্রতিশ্রুতি, কারণ আল্লাহ স্বয়ং প্রধান প্র'তিশো'ধ গ্রহণকারী।’

সো’লেইমানি হ’ত্যা’র পর আয়াতুল্লাহ খামেনি অপরা’ধীদের ক'ঠোর শা'স্তির জন্য অপেক্ষা করতে বলেছেন। যুক্তরাষ্ট্রকে প্র'তিশো'ধের হু’মকি দিয়েছে, রেভল্যুশনারি গার্ড, দেশটির সেনা’বাহি’নীসহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। ট্রাম্পও পা'ল্টা হা’ম’লার হুঁ'শিয়ারি দিয়ে রেখেছেন। সবমিলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বা'রু'দের মতো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে