মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০, ১২:৫৯:০৭

এবার ইদলিবে আসাদ-ইরান সমর্থিত যৌথ বাহিনীর হা'মলায় নিহ'ত ২০

এবার ইদলিবে আসাদ-ইরান সমর্থিত যৌথ বাহিনীর হা'মলায় নিহ'ত ২০

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ইদলিবে ৫ ডিসেম্বর রোববার নতুন করে হা'ম'লা চালিয়েছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। এতে অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নি'হ'ত হয়েছে। আ'হ'ত হয়েছে আরও ২০ জন।

বরাবরের মতোই হা'ম'লায় আসাদ বাহিনীকে সহায়তা দেয় সিরিয়ার ইরান সমর্থিত শিয়াপ'ন্থী স'শ'স্ত্র গো'ষ্ঠীগুলো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, আসাদ বাহিনী এবং ইরান সমর্থিত স'শ'স্ত্র গো'ষ্ঠীগুলো যৌথভাবে ইদলিবে এ স্থল ও বিমান হা'ম'লা চালায়।

সিরিয়ার দীর্ঘ গৃ'হযু'দ্ধে বর্তমানে বি'দ্রো'হীদের নিয়ন্ত্রণে থাকা একমাত্র প্রদেশ এই ইদলিব। ৩০ লাখের বেশি নাগরিক সেখানে নি'রা'প'ত্তা'হী'নতায় রয়েছে। ২০১৮ সালে অঞ্চলটির বেসামরিক নাগরিকদের আসাদ বাহিনীর হা'ম'লা থেকে সু'র'ক্ষা দিতে ইদলিবকে বেসামরিক অঞ্চল হিসেবে ঘোষণা দেয় তুরস্ক ও রাশিয়া। 

ওই ঘোষণা অনুযায়ী সেখানে হা'ম'লা নি'ষি'দ্ধ হলেও তা উপেক্ষা করেই ইরান সমর্থিত মি'লি'শি'য়াদের নিয়ে হা'ম'লা চালিয়ে আসছে আসাদ বাহিনী। স্থানীয় সময় রবিবার সকালে আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় বর্না গ্রাম, ইদলিব প্রদেশের গ্রামীণ এলাকা, আরিহা, সারাকিব ও মা'রাত আল নুমান জেলায় এ হা'ম'লা চালানো হয়। 

এতে আরিহায় সাতজন, সারাকিবে একজন ও বর্নায় দুই বেসামরিক ব্যক্তি নি'হ'ত হয়েছে। সিরিয়ার স্বেচ্ছাসেবী উ'দ্ধা'রকারী সংস্থা হোয়াইট হেলমেটসের আ'শ'ঙ্কা, ইদলিবের ওই হা'ম'লায় হ'তাহ'তর সংখ্যা আরও বাড়তে পারে। তারা এখনও উ'দ্ধা'র অভিযান অ'ব্যাহ'ত রেখেছে।

হা'ম'লা শুরুর পর বেসামরিক লোকজন এলাকা ছেড়ে পালিয়েছে। তারা তুর্কি সী'মা'ন্ত অভিমুখে রওনা হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০১১ সালে শুরু হওয়া সিরীয় গৃ'হযু'দ্ধে চার লাখেরও বেশি মানুষের প্রা'ণহা'নি হয়েছে। বা'স্তুচ্যু'ত হয়েছে লাখ লাখ মানুষ। দেশটির গৃ'হযু'দ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান সমর্থক রাশিয়া ও ইরান। বি'প'রীতে আসাদ বি'রো'ধী ভিন্ন ভিন্ন বি'দ্রো'হীদের সমর্থন দিয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে