মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০, ০১:৩০:৩৫

সিরিয়ার জনগণ কখনও কাসেম সোলাইমানির অবদান ভুলবে না: আসাদ

সিরিয়ার জনগণ কখনও কাসেম সোলাইমানির অবদান ভুলবে না: আসাদ

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, তার দেশের জনগণ কখনও কাসেম সুলাইমানির অবদান ও সা'হ'সি'কতার কথা ভুলবে না। শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে পাঠানো এক শো'কবার্তায় তিনি এমন মন্তব্য করেন।

আসাদ বলেন, এই অ'পরা'ধয'জ্ঞ যুক্তরাষ্ট্রের বি'ধ্বং'সী নীতি এবং সব আ'গ্রা'সী শক্তির মোকাবিলায় প্র'তিরো'ধ ফ্রন্টের দৃ'ঢ়'তাকে আরও জো'রদা'র করবে। এ ব্যাপারে আমি শ'তভাগ নি'শ্চি'ত। জেনারেল সোলাইমানি তার পুরো জীবনটাই দেশ, জাতি, প্র'তিরো'ধ ফ্রন্ট ও ন্যায়ের পক্ষে সং'গ্রা'মে ব্যয় করেছেন। তার আ'ত্মত্যা'গ চিরস্ম'রণীয় হয়ে থাকবে।

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে ইহু'দিবা'দী ও সা'ম্রা'জ্যবা'দী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অ'শা'ন্তি, বি'শৃঙ্খ'লা ও জঙ্গলের আইন ছড়িয়ে দিতে স'ন্ত্রা'সবা'দের প্রতি সমর্থনের অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র এই হ'ত্যাকা'ণ্ড ঘটিয়েছে। ন্যা'ক্কা'রজনক এ হা'ম'লা ভ'য়াব'হ যু'দ্ধ ডেকে আ'নতে পারে বলে মন্তব্য করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল-মাহদি। সূত্র: পার্স টুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে