মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০, ০১:৩৮:৫০

ডোনাল্ড ট্রাম্পের যু'দ্ধক্ষ'মতা কমাতে মার্কিন কংগ্রেসে বিল

ডোনাল্ড ট্রাম্পের যু'দ্ধক্ষ'মতা কমাতে মার্কিন কংগ্রেসে বিল

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বি'রু'দ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যু'দ্ধ ঘোষণার ক্ষ'ম'তা কমাতে শি'গ'গিরই বিল আনবে মার্কিন কংগ্রেস। চলতি সপ্তাহে এ বিষয়ে একটি প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

ইরানি জেনারেল কাসেম সোলেমানি হ'ত্যার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন-তেহরান উত্তে'জনার মধ্যে রোববার এক বিবৃতিতে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের যু'দ্ধের ক্ষ'মতা সম্পর্কিত একটি বিল প্রতিনিধি পরিষদে উ'ত্থা'পন করা হবে এবং তা ভোটে দেয়া হবে।

এ প্র'স্তাবে ইরানের বি'রু'দ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের সা'ম'রিক শ'ক্তি ব্যবহারের ক্ষ'ম'তা সীমিত করার কথা বলা হয়েছে। তবে কংগ্রেসকে বু'ড়ো আঙুল দেখিয়ে ট্রাম্প বলেছেন, কোনো হা'ম'লা বা যু'দ্ধ ঘোষণার ক্ষেত্রে কংগ্রেসের কোনো অনুমতি ও অ'নুমো'দনের প্রয়োজন নেই তার।

ন্যান্সি পেলোসি বলেন, এর আগে সিনেটর টিম কেইন একই রকম প্রস্তাব জমা দিয়েছেন সিনেটে। এবার যে প্রস্তাবটি আসছে তা একই রকম। এতে কংগ্রেসের দীর্ঘদিনের ত'দা'র'কির ক্ষেত্রে বলা হয়েছে, যদি আর কোনো কংগ্রেসনাল পদক্ষেপ না নেয়া হয়, তাহলে ইরানের বি'রু'দ্ধে প্রশা'সনিক সা'ম'রিক শ'ত্রু'তা ব'ন্ধ হতে হবে ৩০ দিনের মধ্যে।

এ প্রস্তাবটি সহজেই হয়তো ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে পাস হবে। কিন্তু সিনেটে তা পাস হওয়ার স'ম্ভা'বনা ক্ষী'ণ। কারণ, সিনেটে সংখ্যাগরিষ্ঠ হল ট্রাম্পের রিপাবলিকানরা। তাদের বেশির ভাগই ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে সমর্থন দিয়েছেন।

ইরাক থেকে যুক্তরাষ্ট্রের এবং বিদেশি সেনাদের প্র'ত্যা'হার চেয়ে ইরাকি পার্লামেন্টে প্রস্তাব পাস হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ক'ড়া জ'বা'ব দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন সেনাদের প্র'ত্যা'হার করা হলে ইরাকের বি'রু'দ্ধে ইরানের চেয়েও ক'ড়া অ'বরো'ধ দেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে