আন্তর্জাতিক ডেস্ক: ‘আমি অ'ন্ধ, আমাকে মে'রো না।’ দৃষ্টিশ'ক্তি হী'ন ছাত্রের কথাও শুনল না এবিভিপির গু'ন্ডারা। তাঁর শরীরে আঘা'তের পর আঘা'ত করল মুখ ঢে'কে রাখা ব'র্বররা।
হোস্টেলের একতলায় ২৫ বছরের সূর্য প্রকাশের ঘর। স্নাতকোত্তর পাস করে এমফিলের জন্য তৈরি হচ্ছেন তিনি। সম্পূর্ণ দৃষ্টিশ'ক্তিহী'ন সূর্য সোমবার সকালে আগের দিন রাতের হাম'লার ঘটনা মনে করে শিউ'রে উঠছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজের ঘরে পড়াশোনা করছিলেন।হঠাৎ বাইরে চিৎ'কার শুনতে পান, সঙ্গে কুৎ'সিত ভাষায় গা'লাগা'ল। কিছু বুঝে ওঠার আগেই তিনি শুনতে পান, একদল লোক তাঁর ঘরের দরজা ভে'ঙে ভেতরে ঢু'কে আসে। ‘রড দিয়ে আমার পিঠে ও হাতে মা'রতে থাকে।
আমি চিৎ'কার করতে থাকলাম, আমি অ'ন্ধ, আমাকে মে'রো না। কিন্তু কেউ শুনল না। বলল আমি নাকি মিথ্যা কথা বলছি।’ কিছুক্ষণ পর সূর্য শুনতে পান, কেউ একজন অন্যদের বলল যে আমি সত্যিই অ'ন্ধ। তারপর তারা চলে যায় সূর্যর ঘর থেকে।
দুদিন আগেই তিনি উত্তর প্রদেশে দেওরিয়ার বাড়ি থেকে হোস্টেলে ফিরেছেন। খুব খুশি ছিলেন তিনি। বিত'র্ক প্রতিযোগিতায় জি'তে এসেছিলেন। কিন্তু সেই আনন্দ এক নিমি'ষেই উ'ড়িয়ে দিল এবিভিপির গু'ন্ডারা। সোমবার রাতে ঘুমানোর সময়ে তাঁর ভ'য় করছে। তাঁর বন্ধুরা তাঁকে জানিয়েছেন যে তাঁর খেয়াল রাখবেন।কিন্তু সূর্য বললেন, রবিবার যে ঘটনা ঘটেছে তারপর আর কীভাবে নিরা'পদ লাগবে নিজেকে? আমি এখান থেকে চলে যেতে চাই। তিনি আ'তঙ্কি'ত হয়ে জানালেন, তাঁর ফোনে বেশ কিছু হু'মকির ফোন আসতে থাকে। তাঁকে বলা হয়, তিনি যেন কারো কাছে কিছু না বলেন।