মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০, ০৪:০৬:৫৮

সোলাইমানির শেষ জা'নাজায় অংশ নেয় ৭০ লাখ মানুষ!

সোলাইমানির শেষ জা'নাজায় অংশ নেয় ৭০ লাখ মানুষ!

আন্তর্জতিক ডেস্ক : গতকাল সোমবার তেহরানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির শেষ জা'নাজায় প্রায় ৭০ লাখ মানুষ উপস্থিত হয়েছিলেন। ইরানের ইসলামি প্রচার বিষয়ক সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নুসরাতুল্লাহ লুতফি এই তথ্য দিয়েছেন।

গতকাল সোমবার রাতে লুতফি সাংবাদিকদের জানিয়েছেন, নিহ'তদের প্রতি অসা'মা'ন্য শ্রদ্ধা প্রদর্শনকারী ইরানি জনগণ কাসেম সো’লাইমানিকে কতটা ভালোবাসে তার কিছুটা প্রমাণিত হয়েছে তার জা'নাজা। খবর- পার্স টুডে।

এর আগে গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রো'ন হা’ম’লা চা'লিয়ে জেনারেল সো’লাইমানিকে হ’ত্যা করে মার্কিন সেনারা। ওই হা’ম’লা’য় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহ'ত হন।

এরপর গতকাল সোমবার তেহরানে জেনারেল সোলাইমানি, আল-মুহানদিস এবং অন্য চার ইরানি কমান্ডারের জা'নাজা অনুষ্ঠিত হয়। আল-মুহানদিসের ম'রদে'হ দা'ফনের উদ্দেশ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় শালামচে সীমান্ত দিয়ে ইরাকে পা'ঠানো হবে।

এর আগে শনিবার ইরাকের কাজেমাইন, বাগদাদ, কারবালা ও নাজাফ শহরে আলাদা আলাদাভাবে মার্কিন হা’ম’লায় নিহ'তদের জা'নাজা অনুষ্ঠিত হয়। সেখানেও ইরাকের লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে