মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০, ০৫:১১:২৭

৬.৫ রিখটার স্কেলে ভ'য়াব'হ ভূমিক'ম্প, আ'ত'ঙ্কি'ত স্থানীয়রা

৬.৫ রিখটার স্কেলে ভ'য়াব'হ ভূমিক'ম্প, আ'ত'ঙ্কি'ত স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক : ৬.৫ রিখটার স্কেলে ভ'য়াব'হ ভূমিক'ম্পে কেঁ'পে উঠলো যুক্তরাষ্ট্রের পূর্তে রিকো। মঙ্গলবার সকালে এই ব্যা'প'ক ভূমিক'ম্পের খবর মিলেছে। ৫.৮ রিখটার স্কেলের ভূমিকম্পের মাত্র ১ দিন পরেই ফের একবার কেঁ'পে উঠল এলাকা।

মঙ্গলবার ভোর হওয়ার কিছুক্ষণ আগে এই ভূমিক'ম্পের ঘটনা ঘটে। ইন্দোসের থেকে ১০ কিমি দূরে এই ভূমিক'ম্পের ঘটনা ঘটেছে। এত বিশাল মাত্রার ভূমিকম্প হলেও আমেরিকার সুনামি স'ত'র্কতা বিভাগ জানিয়েছে সুনামির কোনও সম্ভাবনা নেই।

সোমবার সকালেও একবার ভূমিক'ম্পের সম্মুখীন হয়েছিল এই এলাকা। তখন রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৮। সেই ভূমিক'ম্পের পরেই ভূতাত্ত্বিকরা জানিয়েছিলেন আফটার শ'ক হিসেবে আবার অনুভব করা যেতে পারে ভূমিকম্প। আর বাস্তবিক ক্ষেত্রে সেটাই ঘটল। প্রথমবারের চেয়েও বেশি মাত্রা নিয়ে মঙ্গলবার ভোররাতে কেঁ'পে ওঠে মাটি।

তবে মঙ্গলবারের ঘটনায় এখনও ক্ষ'য়ক্ষ'তির কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু সোমবারের ভূমিকম্পে কিছু ক্ষ'য়ক্ষ'তির খবর পাওয়া গিয়েছে। সে দেশের আপৎকালীন জ'রু'রি বিভাগ জানিয়েছে, গুয়ানিলাতে ভে'ঙে পড়েছিল একটি বাড়ি।

সোমবারে সকাল ৬ টা ৩২ নাগাদ ভূমিক'ম্পে কেঁ'পে উঠেছিল পূর্তেরিকোর গুয়ানসিয়া এলাকা। সেই ভূমিক'ম্পের উৎসস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। এর আগে ২৮ ডিসেম্বর কেঁ'পে উঠেছিল ওই এলাকা। তারপর ৩০ ডিসেম্বরেও ভূমিক'ম্পে কেঁ'পে উঠেছিল ওই এলাকা। পরপর ভূমিক'ম্পে আ'ত'ঙ্কি'ত সেখানকার মানুষজন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে