মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০, ০৫:৩২:১৫

ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে যা বললেন নরেন্দ্র মোদি

ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে যা বললেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হা'ম'লায় ইরানের জেনারেল কাসেম সোলেইমানির মৃ'ত্যুর পরে যু'দ্ধের জন্য তাল ঠু'ক'ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। ইতিমধ্যেই মসজিদে যু'দ্ধের লাল নি'শা'ন উ'ড়িয়ে দিয়েছে ইরান। এ হে'ন প'রি'স্থি'তি বে'জা'য় কূ'টনৈতিক ফাঁ'পড়ে পড়েছে ভারত। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র, দুই দেশই ভারতের বন্ধু।

তাত্‍'প'র্যপূর্ণ ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুলেমানির মৃ'ত্যুর পরে ভারতকে নানা ভাবে পাশে পাওয়ার চেষ্টা করে চলেছে আমেরিকা। দিল্লিতে ইজরায়েলি না'শ'কতার পিছনেও সোলেইমানি ছিল বলে দাবি করেছেন ট্রাম্প। কিন্তু ইরানের সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের সম্পর্কের জে'রে ভারত ঝে'ড়ে কা'শতে পারছে না, কার পক্ষ নেবে। 

মার্কিন পক্ষ নিলে ইরান রে'গে যাবে। ইরানের চাবাহার বন্দর ব্যবহার করে ভারত। পাকিস্তানকে এ'ড়ি'য়ে ওই বন্দর দিয়েই আফগানিস্তানসহ পশ্চিম এশিয়ার দেশগুলিতে বাণিজ্য চলে ভারতের। সোমবার মার্কিন স্টেট সেক্রেটারি মাইক পম্পেও ফোন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। ফোনের পরেই পম্পেও দা'বি করেন, ভারত আমেরিকার পাশে রয়েছে। যদিও ভারত সে ভাবে কিছু জানায়নি। দ্বি'পা'ক্ষিক সম্পর্ক আরও ম'জবু'ত করার ব্যাপারে কথা হয়েছে বলে জানায়।

এই প'রি'স্থি'তিতে ট্রাম্পকে ফোন করে এদিন মোদি বলেন, 'ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ম'জ'বুত হচ্ছে।' প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, ট্রাম্পকে মোদি বলেছেন, ভারত ও মার্কিন সম্পর্ক সব ক্ষেত্রে আরও ম'জবু'ত করতে ইচ্ছুক ভারত সরকার। একই সঙ্গে গত বছরগুলিতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কী ভাবে একসঙ্গে কাজ করেছে, সেই কথাও তুলে ধ'রেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে