মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০, ০৮:০৫:৫২

নিজেদের রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানালেন মাহাথির

নিজেদের রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানালেন মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি হ'ত্যাকা'ণ্ডের তী'ব্র নি'ন্দা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাছ-বিচারহীন টা'র্গেট নির্ধারণের সমালোচনা করেছেন তিনি।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মালয়েশিয়ার এই প্রধানমন্ত্রী বলেন, জেনারেল সোলেইমানির ওপর মার্কিন ড্রো'ন হা'মলা আন্তর্জাতিক আইনের ল'ঙ্ঘ'ন। বাইরের হু'মকির জন্য নিজেদের রক্ষায় মুসলিম বিশ্বকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

মাহাথির বলেন, মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার এটাই উপযুক্ত সময়। আমরা এখন আর নিরাপদ নই। যদি কাউকে অপ'মান করেন বা কারো ব্যাপারে কোনও কিছু বলেন, যেটা তার পছন্দ নয়; তাহলে ওই ব্যক্তিকে হ'ত্যার জন্য অন্য দেশ থেকে একটি ড্রো'ন পাঠিয়ে দেন। আমার ওপরও এই ড্রো'ন আ'ঘা'ত হা'নতে পারে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সশ'স্ত্র বিদেশি শাখার জনপ্রিয় প্রধান ছিলেন মার্কিন ড্রো'ন হা'মলায় নিহ'ত জেনারেল কাসেম সোলেইমানি। গত শুক্রবার (৩ জানুয়ারি) ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন হা'মলায় ইরানি এই জেনারেলের মৃ'ত্যুর পর মধ্যপ্রাচ্যে চিরবৈ'রী দুই প্রতিদ্বন্দ্বী ওয়াশিংটন-তেহরানের মাঝে ব্যা'পক উ'ত্তেজনা তৈরি হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে