মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০, ০৮:২০:১৩

এবার মার্কিন সব বাহিনীকে ‘স'ন্ত্রা'সী’ ঘোষণা করলো ইরান

এবার মার্কিন সব বাহিনীকে ‘স'ন্ত্রা'সী’ ঘোষণা করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি হ'ত্যাকা'ণ্ডের পর যুক্তরাষ্ট্রের সব বাহিনীকে স'ন্ত্রা'সী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে ইরানের পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। ফরাসী বার্তাসংস্থা এএফপি বলছে, মঙ্গলবার ইরানের পার্লামেন্টে মার্কিন সব বাহিনীকে স'ন্ত্রা'সী আখ্যা দিয়ে আনা একটি প্রস্তাব পাস হয়েছে।

দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সশ'স্ত্র বিদেশি শাখার জনপ্রিয় প্রধান ছিলেন মার্কিন ড্রো'ন হা'মলায় নিহ'ত জেনারেল কাসেম সোলেইমানি। গত শুক্রবার (৩ জানুয়ারি) ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন হাম'লায় ইরানি এই জেনারেলের মৃ'ত্যুর পর মধ্যপ্রাচ্যে চিরবৈ'রী দুই প্র'তিদ্ব'ন্দ্বী ওয়াশিংটন-তেহরানের মাঝে ব্যা'পক উ'ত্তেজ'না তৈরি হয়েছে।

ইরানের পার্লামেন্টে আনা নতুন বিলে মার্কিন সব বাহিনী, পেন্টাগনের সব কর্মকর্তা-কর্মচারী এবং পররাষ্ট্র দফতরের সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থা, অ্যাজেন্ট এবং কমা'ন্ডার; যারা কাসেম সোলেইমানিকে হ'ত্যার নির্দেশ দিয়েছিলেন তাদের সবাইকে ‘স'ন্ত্রা'সী’ হিসেবে আখ্যা দেয়া হয়েছে।

ওই বিলে বলা হয়, ‘সামরিক, গোয়েন্দা, অর্থনৈতিক, কারিগরি সহায়তার পাশাপাশি অন্যান্য সেবা বা ল'জিস্টি'কস সহায়তা যারা এই বাহিনীগুলোকে দেবে তারাও স'ন্ত্রা'সী কাজের সহযোগী হিসেবে বিবেচিত হবেন।’

সংসদ সদস্যরা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর স'শ'স্ত্র বিদেশি শাখা কুদস ফোর্সকে উৎসাহ দেয়ার জন্য ২০০ মিলিয়ন ইউরো প্রণোদনা দেয়ার পক্ষেও ভোট দিয়েছেন। ১৯৯৮ সালে কুদস ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে এই বাহিনীর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের নেপথ্যের কারিগর ছিলেন কাসেম সোলেইমানি।

গত বছরের এপ্রিলে ইরানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রকে ‘স'ন্ত্রা'সবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ এবং ওই অঞ্চলে মার্কিন বাহিনীকে ‘স'ন্ত্রা'সী গো'ষ্ঠী’ হিসেবে আখ্যা দিয়ে একটি প্রস্তাব পাস হয়। সোলেইমানি হ'ত্যাকা'ণ্ডের পর সেই প্রস্তাবে সংশোধনী এনে মার্কিন সব বাহিনী ও তাদের সহযোগীদের স'ন্ত্রা'সী হিসেবে ঘোষণা দিলো তেহরান।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে স'ন্ত্রা'সী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্তির প্রতিবাদে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ মার্কিন বাহিনীকে স'ন্ত্রা'সী হিসেবে ঘোষণা করলো। সূত্র : এএফপি, রয়টার্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে