মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০, ০৮:২৯:৪৭

দুই হাত তুলে চিৎকার করে বলছে ‘যু'দ্ধে যাচ্ছি ভাই’

দুই হাত তুলে চিৎকার করে বলছে ‘যু'দ্ধে যাচ্ছি ভাই’

আন্তর্জাতিক ডেস্ক : অনেক সেনার জন্য দেশের বাইরে এটা প্রথম মিশন। গু'লি, রাইফেল-সবই তারা গো'ছগা'ছ করে রেখেছে। বিমানবন্দরে রওনা হওয়ার আগে প্রিয়জনের কাছে শেষবারের মতো ফোনে বলছে তারা।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগের অধিকাংশ সেনাই তরুণ। তাদের গন্তব্য মধ্যপ্রাচ্য। ওই অঞ্চলে সাড়ে তিন হাজার প্যারাট্রুপার পাঠানোর আদেশ এসেছে। ৬০০ সেনার দলটি তাদেরই অংশ। এই সেনাদের প্রথম যাত্রাবিরতি হবে কুয়েতে। পরের বা শেষ গন্তব্য কোথায় তা গোপনই রাখা হয়েছে। 

বিমানবন্দরে যেতে অপেক্ষমান গাড়িতে ওঠার আগে এদেরই একজন বাতাসে দুই হাত তুলে চিৎ'কা'র করে বলছিল-‘যুদ্ধে যাচ্ছি ভাই’। ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নি'র্দে'শে হ'ত্যার এক দিন পর মধ্যপ্রাচ্যে নতুন করে সং'ঘা'তের আ'শ'ঙ্কা দেখা দিয়েছে। 

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের অবস্থান আরো শ'ক্তিশালী করতে পেন্টাগন সেখানে ৮২তম এয়ারবর্ন ডিভিশনকে মোতায়েনের নি'র্দে'শ দিয়েছে। ২০১০ সালে হাইতিতে ভূ'মিক'ম্পের পর প্রথমবারের মতো এতোটা দ্রু'ত সময়ের মধ্যে বড় একটি সেনা ইউনিটকে দেশের বাইরে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল জেমস মিঙ্গাস রোববার ফেইতেভিল্লে এলাকার কাছের ঘাঁটি থেকে সেনাদের বিদায় দিতে হাজির হয়েছিলেন। গাড়িতে ওঠার আগে তিনি সেনাদের সঙ্গে করমর্দন করেন ও তাদের শুভকামনা প্র'ত্যা'শা করেন।

এতো দ্রুত বিদেশ মিশনের আদেশের ব্যাপারে ৮২তম এয়ারবর্ন ডিভিশনের সদস্য এক সেনা বলেন, 'ঘটনা কোন দিকে যাচ্ছে জানতে আমি সংবাদ দেখছিলাম। এ সময় আমি আমার সার্জেন্টের কাছ থেকে ক্ষুদেবার্তা পেলাম-কোথাও যেও না। ব্যস, তারপর এই।'

বন্ধু ও পরিবার-পরিজনদের সঙ্গে যে কোনো ধরনের যোগাযোগ ব'ন্ধে সেনাদের মোবাইল ফোনসহ যোগাযোগোর সব ধরনের ডিভাইস আনতে নি'ষে'ধ করা হয়েছে। মধ্যপ্রাচ্য মিশনে পাঠানো এই সেনাদের বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মাইক বার্নস বলেন, ‘যাওয়ার জন্য এই সেনারা উ'দ্দী'প্ত। তবে আমরা কেউ জানি না তাদের সেই উ'দ্দী'পনা কতক্ষন থাকবে। এটা হচ্ছে সবচেয়ে ক'ঠি'ন অংশ’।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে