মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০, ০৯:২৭:০৬

সমর্থন দিয়ে এবার সেনা মোতায়েন শুরু করেছে তুরস্ক, পা'ল্টে যাচ্ছে ‘যু’দ্ধ প'রিস্থিতি!

সমর্থন দিয়ে এবার সেনা মোতায়েন শুরু করেছে তুরস্ক, পা'ল্টে যাচ্ছে ‘যু’দ্ধ প'রিস্থিতি!

আন্তর্জতিক ডেস্ক : সমর্থন দিয়ে এবার সেনা মোতায়েন শুরু করেছে তুরস্ক, পা'ল্টে যাচ্ছে ‘যু’দ্ধ প'রিস্থিতি! ২০১১ সাল থেকে ক্ষ'মতা নিয়ে চলা ল’ড়াইয়ে ফয়েজ-আল-সাররাজের নেতৃত্বাধীন গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ)-কে সমর্থ'ন করে লিবিয়ায় সে’না মোতায়েন করার আশ্বাস দিয়েছিল তুরস্ক।

গত মাসে দুই দেশের সামরিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করার পরে গত রোববার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব লি’বিয়ায় সেনা মোতায়েন করার ঘোষনা দেয়।

এরদোগান বলেছেন, তার সেনাদের কাজ হবে ত্রিপোলিতে জা'তিস'ঙ্ঘ সমর্থিত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ডকে (জিএনএ) সহায়তা করে স্থি'তিশী'লতা নিশ্চিত করা।

জেনারেল খলিফা হাফতারের অধীনে ‘যু’দ্ধ করছে বি'দ্রো'হীরা। তাদের বি'রু'দ্ধে ল'ড়াই করছে লিবিয়ার জিএনএ সরকার। জেনারেল হাফতারকে সমর্থন দিচ্ছে মিসর ও সংযুক্ত আরব আমিরাত। অন্য দিকে জা'তিস'ঙ্ঘ সমর্থিত সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক ও তার মিত্র কাতার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে