মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০, ০৯:৪০:১৮

কাসেম সোলেইমানির শে'ষযাত্রায় ভ'য়াব'হ দু'র্ঘ'টনা, নিহ'ত ৫০

কাসেম সোলেইমানির শে'ষযাত্রায় ভ'য়াব'হ দু'র্ঘ'টনা, নিহ'ত ৫০

আন্তর্জাতিক ডেস্ক : কাসেম সোলেইমানির শেষযাত্রার সময় ভ'য়াব'হ দু'র্ঘ'টনার ঘটনার ঘটলো। সেই দু'র্ঘ'টনায় প'দপি'ষ্ট হয়ে মৃ'ত্যু হল ৫০ জনের। জ'খ'ম হয়েছে আরও শ'তা'ধি'ক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ইরানের কোদস ফোর্সের সোলেমানির শহর কেরমানে। 

এই ঘটনার পরেই গভীর শো'কপ্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি ও রাষ্ট্রপতি হাসান রহানি। মৃ'তদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি জ'খ'মদের সমস্ত রকম সহযোগিতা করার আ'শ্বা'স দেন তারা। বিষয়টিকে কেন্দ্র করে শো'কের ছায়া নেমে এসেছে ইরানে।

ইরানের প্রশাসন সূ্ত্রে জানা গিয়েছে, রবিবার আহভাজ ও সোমবার তেহেরানে কাসেম সোলেইমানির শেষযাত্রায় লক্ষ লক্ষ মানুষের ঢল নামে রাস্তায়। মঙ্গলবারও সেই একই ছবি চোখে পড়ে ইরানের সবথেকে জনপ্রিয় সেনা কর্মকর্তার নিজের শহর কেরমানে। তার মৃ'তদেহ নিয়ে শো'কপ্রকাশ করতে করতে রাস্তায় হাঁটছিলেন অসংখ্য মানুষ।

এই মিছিল থেকে মাঝে মাঝেই আমেরিকা নি'পা'ত যাক বলে স্লো'গা'নও উঠছিল। সেসময় আচমকা হু'ড়োহু'ড়ি শুরু হয় শেষযাত্রায় থাকা মানুষদের মধ্যে। এর ফলে প'দপি'ষ্ট হয়ে মৃ'ত্যু হয় ৫০ জনের। জ'খ'ম হন আরও শতাধিক মানুষ। পরে তাদের উ'দ্ধা'র করে হাসপাতালে ভর্তি করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে