মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০, ০৯:৫৩:৪০

সোলাইমানিকে হ'ত্যার প্রতিশো'ধ নিতে ইরানের ১৩ রূপরেখা

সোলাইমানিকে হ'ত্যার প্রতিশো'ধ নিতে ইরানের ১৩ রূপরেখা

আন্তর্জাতিক ডেস্ক : জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যার প্র'তিশো'ধের জন্য ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত ১৩টি রূপরেখা উ'ত্থা'পিত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নি'রাপ'ত্তা পরিষদের সচিব আলী শামখানি।

তিনি বলেন, এর মধ্যে ইরানের সবচেয়ে দুর্বল রূপরেখাটিও যদি বাস্তবায়ন করা হয় তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক দুঃ'স্ব'প্ন হিসেবে দেখা দেবে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আলী শামখানি বলেন, এখন পর্যন্ত ১৩টি রূপরেখা এসেছে। এগুলো নিয়ে কাজ চলছে। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়। এর আগে সোলাইমানিকে হ'ত্যার প্র'তিশো'ধ ধাপে ধাপে নেয়া হবে বলে হু'শি'য়া'রি দিয়েছেন আল-কুদস ফোর্সের নতুন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কিয়ানি।

মঙ্গলবার আলী শামখানিও বললেন, জেনারেল সোলাইমানি হ'ত্যার প্র'তিশো'ধ কেবল একটি অ'ভি'যানের মাধ্যমে নেয়া হবে না বরং প্র'তিরো'ধ ফ্রন্টের সব যো'দ্ধা মিলে এর প্র'তিশো'ধ নেবে। ইরান সীমান্তের খুব কাছেই যুক্তরাষ্ট্রের ১৯টি ঘাঁ'টি রয়েছে। সেখানকার জনশক্তি ও সামরিক সরঞ্জাম সম্পর্কে আমাদের হাতে পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে এবং তাদের ছোট-বড় সব ধরণের তৎ'প'রতা ন'জ'রদা'রি করা হচ্ছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনী ও প্র'তির'ক্ষা সদর দপ্তর পেন্টাগনকে স'ন্ত্রা'সী সংগঠনের আখ্যা দিয়ে একটি আইন পাস করা হয়েছে ইরানের পার্লামেন্টে। প্রেসটিভি জানিয়েছে, মঙ্গলবার এই প্রস্তাবটি ইরানি পার্লামেন্টে পাস করা হয়েছে। শুক্রবার সকালে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রো'ন হা'ম'লায় ইরানি শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নি'হ'ত হওয়ার পর নতুন এই সিদ্ধান্ত এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে