মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০, ১০:০০:২১

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ফের স'ত'র্কতা জারি

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে ফের স'ত'র্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক : উপসাগরীয় হরমুজ প্রণালী ও এর আশপাশ এলাকায় যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ চলাচলে ফের স'ত'র্কতা জা'রি করেছে দেশটির সামুদ্রিক প্রশাসন। ইরানের হু'ম'কির কারণে দেশটির সামুদ্রিক বিষয়ক ওয়েবসাইটে এ স'ক্রা'ন্ত নোটিস দেয়া হয়। এর আগে শুক্রবার প্রায় একই নোটিস দেয়া হয়েছে।

মঙ্গলবার এ খরব জানিয়েছে তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। ওই নোটিসে চলতি মাসের ১৩ তারিখ (সোমবার) পর্যন্ত স'ত'র্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। উভয় নোটিসে বলা হয়েছে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক স্বার্থের বি'রু'দ্ধে ইরানি ব্যবস্থা নেয়ার সম্ভাবনা রয়ে গেছে।

শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরে রকেট হা'ম'লা চালিয়ে ইরানের আল-কুদস ফোর্সের প্রধান ও বিপ্লবী গার্ডস বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরানের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহানদিসকে হ'ত্যা করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে