মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০, ১০:২৭:৫৫

ইরাকে উত্তে'জনায় মিসরের ফ্লাইট চলাচল স্থ'গি'ত

ইরাকে উত্তে'জনায় মিসরের ফ্লাইট চলাচল স্থ'গি'ত

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে চলমান ঘটনায় নি'রাপ'ত্তা নিয়ে উ'দ্বি'গ্ন মিসরীয় পতাকাবাহী বিমান। ফলে দেশটির রাজধানী বাগদাদে সাময়িকভাবে ফ্লাইট স্থ'গিত করেছে মিসর।

মঙ্গলবার মিসরের বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বুধবার থেকে তিনদিনের জন্য সাময়িকভাবে দেশটি থেকে বিমান চলাচল ব'ন্ধ ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে দেশটির চলমান অ'স্থি'র নি'রা'প'ত্তার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, বর্তমান নি'রাপ'ত্তা ইস্যুতে যাত্রী ও বিমানের সু'র'ক্ষার জন্য শহরটিতে শুক্রবার পর্যন্ত ফ্লাইট চলাচল স্থ'গি'ত রাখা হয়েছে। শুক্রবার ইরাকের বাগদাদ বিমানবন্দরে রকেট হা'ম'লা চালিয়ে ইরানের আল-কুদস ফোর্সের প্রধান ও বি'প্ল'বী গার্ডস বাহিনীর ক'মা'ন্ডা'র মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরানের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহানদিসকে হ'ত্যা করা হয়। সূত্র: ইয়েনি শাফাক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে