আন্তর্জাতিক ডেস্ক : জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যার প্র'তিশো'ধে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদে উ'ত্থা'পিত ১৩টি রূ'পরে'খার দু'র্ব'ল রূপরেখাটি বাস্তবায়ন হলেও তা যুক্তরাষ্ট্রের জন্য 'ঐতিহাসিক দুঃ'স্বপ্ন' হবে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নি'রাপ'ত্তা পরিষদের সচিব আলী শামখানি।
তিনি বলেন, প্র'তিশো'ধের জন্য এখন পর্যন্ত ১৩টি রূপরেখা এসেছে। এগুলো নিয়ে কাজ চলছে। এর মধ্যে ইরানের সবচেয়ে দু'র্ব'ল রূপরেখাটিও যদি বাস্তবায়ন করা হয় তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক দুঃ'স্ব'প্ন হিসেবে দেখা দেবে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। তবে এখনই এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো সম্ভব নয় বলেও জানিয়েছেন আলী শামখানি।
বিশ্বের শ্রেষ্ঠ সমরবিদ ও ইরানের শীর্ষ সেনা ক'মা'ন্ডার কাসেম সোলাইমানি হ'ত্যায় ওয়াশিংটন-তেহরানের মধ্যে যু'দ্ধ উত্তে'জনা বিরাজ করছে। দেশ দুটি পরস্পরের ল'ক্ষ্যব'স্তুতে হা'ম'লা চালানোর হু'ম'কি দিয়ে আসছে। হ'ত্যার প্র'তিশো'ধ নিতে ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসেও হা'ম'লার হু'ম'কি দিয়েছেন ইরানের নেতারা।
সোমবার সকালে রাজধানী তেহরানে সোলাইমানিসহ তার সহযো'দ্ধাদের জা'না'জা হয়। সর্বোচ্চ নেতা খামেনি জা'না'জায় ইমামতি করেন। একপর্যায়ে অঝো'রে কেঁদে ফেলেন তিনি। তার সঙ্গে কাঁদতে দেখা যায় অন্যান্য নেতাদেরও।