আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মাটিতে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে যেভাবে ড্রো'ন থেকে হ'ত্যা করা হয়েছে তাতে আর কেউ নি'রাপ'দ নয় বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।
সোলাইমানির মতো মার্কিন ড্রো'ন এখন মাহাথির মোহাম্মদকেও টা'র্গে'ট বা হ'ত্যা করতে পারে বলেও মন্তব্য করেন বিশ্বের সবচেয়ে প্রবীণ এ প্রধানমন্ত্রী। মঙ্গলবার কুয়ালালামপুরে এক সামিট অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় জেনারেল কাসেম সোলেইমানি হ'ত্যাকা'ণ্ডের তী'ব্র নি'ন্দা জানিয়ে তিনি এসব কথা বলেন।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম প্রেসটিভির খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, 'জেনারেল সোলাইমানির ওপর মার্কিন ড্রো'ন হা'ম'লা আন্তর্জাতিক আ'ইনের ল'ঙ্ঘ'ন। আমরা এখন আর নি'রাপ'দ নই। মুসলিমদের ঐ'ক্যব'দ্ধ হওয়ার এটাই উ'পযু'ক্ত সময়।'
মাহাথির বলেন, ‘কাউকে অ'পমা'ন করেন বা কারো ব্যাপারে কোনো কিছু বলেন, যেটা তার পছন্দ নয়; তাহলে ওই ব্যক্তিকে হ'ত্যার জন্য অন্য দেশ থেকে একটি ড্রো'ন পাঠিয়ে দেন। আমাকেও এ ড্রো'ন নি'শা'না বানাতে পারে।’