বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ১২:১৪:১০

এই মু'হূর্তে যু'দ্ধের ভার ব'হন করার ক্ষ'মতা নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি

এই মু'হূর্তে যু'দ্ধের ভার ব'হন করার ক্ষ'মতা নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি

আন্তর্জতিক ডেস্ক : আজ ভোরে ইরাকের ভূখণ্ডে দুটি মার্কিন ঘাঁ'টিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ব্যা'লিস্টিক ক্ষে'পণা'স্ত্র দিয়ে হা'মলা চা'লিয়েছে। এই হা'মলার পর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, আমরা বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইরাকে আমাদের সেনা মোতায়েন রয়েছে। আমরা অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করব। অপ্রয়োজনীয় উ'সকা'নির অবসান ঘটাব। তিনি বলেন, এ মু'হূর্তে নতুন করে কোনো যু'দ্ধের ভা'র ব'হন করার মতো ক্ষ'মতা যুক্তরাষ্ট্র এবং বিশ্বের নেই।

ন্যান্সি পেলোসি ইরানকেও সং'ঘাত ব'ন্ধ করার দাবি জানিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফানি গ্রিশাম এক বিবৃতিতে বলেছেন, ইরাকে মার্কিন স্থাপনায় হা'মলার বিষয়টি আমরা জেনেছি। প্রেসিডেন্টকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে পরামর্শও করছেন প্রেসিডেন্ট।

এদিকে, হা'মলার পর আইআরজিসি'র পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে- 'বড় শ'য়'তান', 'রক্তপিপাসু' ও 'দা'ম্ভিক' যুক্তরাষ্ট্রকে ক'ড়া ভাষায় হুঁ'শিয়ার করে দিয়ে বলা হয়েছে, যদি আবার কোনো 'শয়'তানি' করা হয় কিংবা কোনো আগ্রাসন বা উ'সকানি চা'লানোর চেষ্টা করা হয় তাহলে ওয়াশিংটনকে এর চেয়ে 'বেদ'নাদায়ক' ও 'বি'পর্য'য়কর' জবাব দেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে