বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ১২:৪৭:০২

এবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও হা'মলা চা'লানোর হু'মকি ইরানের

এবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও হা'মলা চা'লানোর হু'মকি ইরানের

আন্তর্জতিক ডেস্ক : আরব আমিরাতের দুবাই ও ইসরায়েলের হাইফা শহরে হা'মলা চা'লানোর হু'মকি দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড। নিজস্ব চ্যানেল টেলিগ্রামে সংস্থাটি বলেছে, ইরানে বো'মা চা'লানোর ঘটনা ঘটলে তাদের প্র'তিশোধ'মূলক হা'ম'লার তৃতীয় ধা'ক্কায় লক্ষ্য'ব'স্তু থাকবে দুবাই ও হাইফা শহর।

বুধবার (৮ জানুয়ারি) সিএনএনের লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।

ইরাকে দুই মার্কিন বিমানঘাঁ'টিতে ইরান ক্ষে'পণা'স্ত্র হা'মলা চা'লিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে, দেশটির শীর্ষ কমান্ডার কাশেম সোলাইমানিকে হ'ত্যার প্র'তিশো'ধ হিসেবে এই হা'মলা চা'লানো হয়। ক্ষে'পণা'স্ত্র হা'মলা'র পা'ল্টা জবাব দিলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে হা'মলা চালানোরও হু'মকি দিয়েছে ইরান।

সিএনএন জানিয়েছে, হা'মলার ঘ'টনায় এ মুহূ'র্তে (যুক্তরাষ্ট্র সময় মঙ্গলবার রাত) নতুন কোনো বিবৃতি দেবে না হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হা'মলা'র ব্যাপারে এখন কোনো বক্তব্য দেবেন না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে