বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ১২:৫৪:২১

মার্কিন সামরিক ঘাঁ'টি গুঁ'ড়িয়ে দিলো ইরান

মার্কিন সামরিক ঘাঁ'টি গুঁ'ড়িয়ে দিলো ইরান

আন্তর্জতিক ডেস্ক : সোলাইমানি হ'ত্যার প্র'তিশো'ধের অংশ হিসেবে ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁ'টি ‘আইন আল-আসাদের’ ওপর ক্ষে'পণা'স্ত্র হা'মলা চা'লিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এতে মার্কিন ঘাঁ'টিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে ইরান।

বুধবার (৮ জানুয়ারি) ভোর রাতে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, জেনারেল কাসেম সোলাইমানির উপর আ'গ্রাসী মার্কিন সেনাদের 'স'ন্ত্রা'সী ও অ'পরা'ধমূলক' হা'ম'লার ক'ঠোর জবাব দিতে আইন আল-আসাদ ঘাঁ'টিকে মাটির সঙ্গে মি'শিয়ে দেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জেনারেল সোলাইমানিকে হ'ত্যার কা'পুরুষোচিত পদ'ক্ষেপের ‘ক'ঠোর প্র'তিশো'ধ’ নেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। আজ (বুধবার) ভোররাতে ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁ'টি ‘আইন আল-আসাদ’র ওপর ভূমি থেকে ভূমিতে নি'ক্ষে'পযো'গ্য অসংখ্য ক্ষে'পণা'স্ত্র বর্ষ'ণ করে ঘাঁ'টিটিতে গুঁ'ড়িয়ে দেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে