বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০১:০৩:৫০

ইরানের ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লায় ৮০ মার্কিন সেনা নি'হ'ত!

ইরানের ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লায় ৮০ মার্কিন সেনা নি'হ'ত!

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের দুটি মার্কিন বিমানঘাঁ'টিতে ইরানি ক্ষে'পণা'স্ত্র হা'ম'লা'য় অন্তত ৮০ মার্কিন সেনা নি'হ'ত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

বুধবার (৮ জানুয়ারি) এক খবরে এ দা'বি জানানো হয়। খবরে বলা হয়, ইরাকে মার্কিনিদের আ'রবিল ও আল-আ'সাদ বি'মানঘাঁ'টিতে ১৫টি ক্ষে'পণা'স্ত্র হা'মলা'য় অন্ত'ত ৮০ ‘মার্কিন স'ন্ত্রা'সী’ নিহ'ত হয়েছেন। হা'মলাকা'লে কোনো ক্ষে'পণা'স্ত্রই বা'ধার সম্মু'খীন হয়নি। খবরে আরও বলা হয়, ওই ক্ষে'পণা'স্ত্র হা'মলা'য় ব্যা'পকভাবে মার্কিন হেলিকপ্টার ও সা'মরিক স'রঞ্জা'ম ক্ষ'তিগ্র'স্ত হয়েছে।

ইরানী বিপ্লবী প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানায়, ইরানের ক্ষে'পণা'স্ত্র হা'মলা'র প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র যদি পা'ল্টা হা'মলা চা'লায়, তবে তার জ'বাবে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিনিদের আরও ১০০টি লক্ষ্য'ব'স্তু চি'হ্নিত করা হয়েছে।

এদিন এক টুইট বার্তায় হাসান রুহানির উপদেষ্টা হেসামউদ্দিন আশেনা যুক্তরাষ্ট্রকে হুঁ'শিয়ারি দিয়ে জানান, (ইরানের ক্ষে'পণা'স্ত্র হা'মলা'র প্রতিক্রিয়ায়) যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে স'র্বা'ত্মক যু'দ্ধ দিয়ে মো'কাবে'লা করা হবে।’

আরেক টুইট বার্তায় ইরাকের মার্কিন ঘাঁ'টিতে ক্ষে'পণা'স্ত্র হা'মলাকে জেনারেল কাসেম সোলেমানি হ'ত্যার যথাযথ ব'দলা হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান এর জবাবে মার্কিন কোন হা'মলা প্র'ত্যাশা করে না। ইরান যু'দ্ধ চায় না বলে জানান তিনি। কিন্তু কোনো আ'গ্রাসন চা'লানো হলে তেহরান প্র'তিরো'ধ করবে বলেও হুঁ'শিয়া'রি দেন জাভেদ জারিফ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে