বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০২:০৮:৫১

ইরানের ক্ষে'পণা'স্ত্র হা'মলার কারণে মাটির ১০ কিলোমিটার নীচে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প!

ইরানের ক্ষে'পণা'স্ত্র হা'মলার কারণে মাটির ১০ কিলোমিটার নীচে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প!

আন্তর্জতিক ডেস্ক : ইরানের ক্ষে'পণা'স্ত্র হা'মলার কারণে মাটির ১০ কিলোমিটার নীচে ভূমিকম্প! আজ বুধবার সকালে ভূমিকম্পে কেঁ'পে উঠেছে ইরান। জানা গেছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৯। 

জানা গেছে, ওই ভূমিকম্পের উৎসস্থল (এপিসেন্টার) ছিল বাশার পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অল্প দূরে বোরাঝানে নামক স্থানে। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছেই ওই ভূমিকম্প হওয়ায় এলাকায় ছড়িয়ে পড়ে আত'ঙ্ক। তবে এখনও পর্যন্ত ক্ষ'য়ক্ষ'তি বা প্রা'ণহা'নির খবর মেলেনি।

মার্কিন ভূতত্ত্ব কেন্দ্রের বরাতে জানা গেছে, ভূমিকম্পটি হয়েছে বোরাঝান শহরের ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মাটির ১০ কিলোমিটার নীচে।

জানা গেছে, বাশার থেকে বোরাঝানের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার।  মনে করা হচ্ছে, লাগোয়া ইরাকে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর ওপর ইরানের ক্ষে'পণা'স্ত্র হা'মলার অ'ভিঘা'তেই এই ঘটনা ঘটেছে। 

কিন্তু মার্কিন ভূতত্ত্ব সংস্থার জানিয়েছে, মাটির যে গভীরতায় ওই ভূকম্পনে উৎপন্ন হয়েছে, তা প্রাকৃতিক ভূমিকম্প্ না হলে সম্ভব নয়। একই মাত্রার এবং একই গভীরতায় ভূকম্পন গত ডিসেম্বরেও হয়েছিল। সূত্র : ইন্ডিয়া টুডে, আনন্দবাজার 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে