বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০২:২২:০১

ইরানের ক্ষে'পণা'স্ত্র হা'মলা'র পর মার্কিন সেনাদের আ'র্তচিৎকা'রের ভি'ডিও ভাই'রা'ল

ইরানের ক্ষে'পণা'স্ত্র হা'মলা'র পর মার্কিন সেনাদের আ'র্তচিৎকা'রের ভি'ডিও ভাই'রা'ল

আন্তর্জতিক ডেস্ক : জেনারেল কাসেম সোলাইমানি হ'ত্যার প্র'তিশো'ধের অংশ হিসেবে এক ডজনেরও বেশি ক্ষে'পণা'স্ত্র হা'মলা চা'লিয়ে ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁ'টি গুঁ'ড়িয়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। একই সঙ্গে ইরাকের আরেকটি ঘাঁ'টিতেও ক্ষে'পণা'স্ত্র হা'মলা চা'লিয়েছে ইরান। এরই মধ্যে হা'মলা'র বেশ কয়েকটি ভি'ডি'ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নতুন প্রকাশিত একটি ভি'ডিও'তে হা'মলা'র পর অনেকের বাঁ'চার জন্য আ'র্তচি'ৎকার করতে শোনা যাচ্ছে।

এদিকে, হা'মলা'য় ৮০ জন নিহ'তের পাশাপাশি ২০০ মার্কিন স'ন্ত্রা'সী আহ'ত হয়েছেন বলে দাবি করেছে ইরান। দেশটির দাবি, আ'ত্মর'ক্ষার স্বার্থে আমেরিকার বিরুদ্ধে সমানুপাতিক পদক্ষেপ নিয়েছে এবং মার্কিন ঘাঁ'টিতে হা'মলা চা'লিয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে