বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০২:৫৭:০১

ইরাক থেকে জার্মানি ও ক্রোয়েশিয়ার সেনা প্রত্যাহার, বড় ধাক্কা খেল ট্রাম্প!

ইরাক থেকে জার্মানি ও ক্রোয়েশিয়ার সেনা প্রত্যাহার, বড় ধাক্কা খেল ট্রাম্প!

আন্তর্জতিক ডেস্ক : ইরাক থেকে জার্মানি ও ক্রোয়েশিয়ার সেনা প্রত্যাহার, বড় ধাক্কা খেল ট্রাম্প! মার্কিন হা'মলায় ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহ'তের ঘটনায় ইরাক থেকে সেনা প্র'ত্যা'হার করলো ক্রোয়েশিয়া, জার্মানিও সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলজাজিরা

জানা যায়, ক্রোয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির ১৪ সেনাসদস্যকে কুয়েতে সরিয়ে নিয়েছে। একইভাবে বাগদাদে মোতায়েন জার্মান সেনার এক-চতুর্থাংশ সরিয়ে নেয়া হবে প্রথম দ'ফায়। ইরাক থেকে তাদের কুয়েত ও জর্ডানে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। জ'ঙ্গিগো'ষ্ঠী আইএস নি'ধনে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত পশ্চিমা দেশগুলো ইরাকে এসব সেনা পাঠিয়েছিলো।

সোলেইমানি হ'ত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে মার্কিন সেনা প্র'ত্যাহা'রের দাবি ওঠে। এ বিষয়ে একটি প্রস্তাবও পাস হয় ইরাকি পার্লামেন্ট। এরপরই ক্রোয়েশিয়া ও জার্মানি ইরাক থেকে সেনা প্র'ত্যাহা'রের সিদ্ধান্ত নিয়েছে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস বলেন, ইরাক সরকার ও দেশটির পার্লামেন্ট চেয়েছিলো বলেই সেখানে আমরা সেনা পাঠিয়েছিলাম। কিন্তু সেই প্রয়োজন যদি ইরাক সরকারের আর না থাকে তাহলে সেখানে আমাদের সেনা অবস্থানের আর কোনও আ'ইনি ভি'ত্তি থাকে না।

আ'ইএস'বিরো'ধী অ'ভিযানে ইরাকে ৪১৫ জন সেনা পাঠিয়েছিলো জার্মানি। বার্লিনে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাগদাদ থেকে প্রথম দ'ফায় ৩০ জন সেনাকে দেশে ফিরিয়ে নেয়া হবে। পর্যায়ক্রমে বাকিদেরও প্র'ত্যাহার করা হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে