বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৪:৩৫:২৪

এমন বি'প'জ্জ'নক হা'মলা পুনরায় না করতে ইরানের প্রতি বৃটেনের আহ্বান

এমন বি'প'জ্জ'নক হা'মলা পুনরায় না করতে ইরানের প্রতি বৃটেনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে মার্কিন ঘাঁ'টিতে ইরানের ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লার নি'ন্দা জানিয়েছে বৃটেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, ইরানের এই হা'ম'লা বে'পরো'য়া ও বি'প'জ্জ'নক। 

উল্লেখ্য, যে ঘাঁ'টিতে ইরান হা'ম'লা চালিয়েছে সেখানে অবস্থান করে যুক্তরাষ্ট্র, বৃটেন ও জোটের অন্য শরিকদের সেনা সদস্য। সেখানে হ'তাহ'ত ও ব্যা'প'ক বি'ধ্বং'সী ক্ষে'পণা'স্ত্র ছোড়ার খবরে বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী উ'দ্বে'গ প্রকাশ করেন। 

ডোমিনিক রাব বলেন, এমন বে'পরো'য়া ও বি'প'জ্জ'নক হা'ম'লার পু'নরা'বৃ'ত্তি না ঘটাতে আমরা ইরানের প্রতি আহ্বান জানাই। এর পরিবর্তে জ'রু'রি ভি'ত্তিতে উত্তে'জনা প্রশমনের পথ অ'বল'ম্বনের আহ্বান জানাই। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে একটি যু'দ্ধে শুধু দায়েস (আইএস) ও অন্য স'ন্ত্রা'সী গ্রুপগুলোই সুবিধা পাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে