বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৪:৫১:২৯

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে বিদায় করে দেয়া হবে : হাসান রুহানি

মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে বিদায় করে দেয়া হবে : হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : জেনারেল কাসেম সোলাইমানিকে হ'ত্যার ফলে মধ্যপ্রাচ্য থেকে বিদায় করে দেয়া হবে যুক্তরাষ্ট্রকে। এমন হুঁ'শিয়া'রি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। 

তাকে উ'দ্ধৃ'ত করে বিবিসি বলছে, হাসান রুহানি মন্ত্রীপরিষদের বৈঠকে বক্তব্য রেখেছেন। তাকে উ'দ্ধৃ'ত করে রি'পো'র্ট দিয়েছে ইরানি মিডিয়া। তাতে বরা হয়েছে, রুহানি বলেছেন, আপনারা দেহ থেকে সোলাইমানির হাত বি'চ্ছি'ন্ন করেছেন। এখন এই অঞ্চল থেকে আপনাদের পা কেটে ফেলা হবে।

এদিকে, ১৯৭৮ কোম প্রতিবাদের স্মরণ সভায় ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, বিশ্বের ভী'তি প্রদর্শনকারী মার্কিনীদের বি'রু'দ্ধে ইরান এখন সুসজ্জিত। আমেরিকানদের মুখে আমরা চপে'টাঘা'ত করেছি।  

ইরাকে মার্কিন সামরিক ঘাঁ'টি লক্ষ্য করে ক্ষে'প'ণা'স্ত্র হা'ম'লা সম্পর্কে তিনি বলেন, গত রাতে আমরা তাদের মুখে চপে'টাঘা'ত করেছি। এ সময় জনতার ভিড় থেকে স্লো'গা'ন ওঠে ‘আমেরিকা নিপা'ত যাক’। 

মঙ্গলবার দিবাগত রাতের হা'ম'লা সম্পর্কে খামেনি আরো বলেন, যখন মুখোমুখি সং'ঘা'তের ইস্যু আসে তখন এমন সামরিক প'দক্ষে'পই যথেষ্ট নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রের দু'র্নী'তির উপস্থিতির শেষ হওয়া উচিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে