বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৪:৫৭:৫৮

নাগরিকত্ব আইন সুপ্রিম কোর্টের খা'রিজ করা উচিত : অমর্ত্য সেন

নাগরিকত্ব আইন সুপ্রিম কোর্টের খা'রিজ করা উচিত : অমর্ত্য সেন

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব আইন ভারতের সংবিধানকে ল'ঙ্ঘ'ন করেছে বলে মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বুধবার বেঙ্গালুরুতে ইনফোসিসের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে অধ্যাপক সেন বলেন, 'সুপ্রিম কোর্টের উচিত এই আইন খা'রি'জ করে দেওয়া। এটা অ'সাংবিধানিক।' 

পাকিস্তান, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলিতে ধর্মীয় নি'পী'ড়নের শি'কা'র সংখ্যাল'ঘুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে শীতকালীন অধিবেশনে সংসদের দুই কক্ষেই নাগরিত্ব সং'শো'ধনী বিল পাশ করে সরকার। তারপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করার সেটি আইনে পরিণত হয়। 

অমর্ত্য সেন এদিন বলেন, 'মানবাধিকারের সঙ্গে জড়িত বিষয়গুলিকে এ ভাবে ধর্মীয় ভাবে ভাগ করা যায় না। ধর্মের মাধ্যমে মানুষের মধ্যে বি'ভা'জন কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তা ভারতীয় সংবিধানের ভাবধারাকেই আ'ঘা'ত করে।' 

তবে পড়শি দেশে ধর্মীয় নি'পী'ড়নের শি'কা'র হওয়া সংখ্যাল'ঘুদের প্রতি সমবেদনা দেখানো উচিত বলে তিনি মনে করেন। তার কথায়, 'ধর্ম ব্যতিরেকে সমস্ত নি'পী'ড়িত মানুষের জন্যই এটা করা উচিত।' ধর্মীয় নি'পী'ড়নের পাশাপাশি অন্যান্য ইস্যুগুলির দিকেও ন'জ'র দেওয়া উচিত বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে