বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৫:৫৭:২৪

এবার আরো ভ'য়াব'হ প্র'তিশো'ধ নেয়ার ঘোষণা দিল ইরান

এবার আরো ভ'য়াব'হ প্র'তিশো'ধ নেয়ার ঘোষণা দিল ইরান

আন্তর্জতিক ডেস্ক : এবার ই’রানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে কোনো হা’মলা চা'লালে দেশটির বি’রুদ্ধে এবার আরো ভ’য়াব'হ প্র’তিশো'ধ নেয়া হবে বলে হুঁ’শিয়া'রি উচ্চারন করেছেন ইরানি স'শ'স্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি।

আজ ৮ জানুয়ারি বুধবার এক ভাষণে তিনি বলেছেন, ‘নতুন কোনও ধৃ'ষ্টতা দেখান হলে আরও মা'রা'ত্ম'ক এবং ভ’য়াব'হ প্র'ত্যাঘা'ত করা হবে।’ এ সময় বাকেরি আরও বলেন, ‘মার্কিন শাসকদের মধ্যপ্রাচ্য থেকে দ্রুততর সময়ের মধ্যে তাদের সেনা সরিয়ে নেয়ার মো'ক্ষ'ম সময় এসে গেছে।’

ইতিমধ্যে ইরাকের দু’টি মার্কিন ঘাঁ'টিতে ই’রানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ক্ষে’পণাস্ত্র' হা’মলা চা'লানোর পর এ হুঁ’শিয়া'রি উচ্চারণ করেন তিনি। জেনারেল সো’লাইমানি হ’ত্যা’র জবাবে এ হা’মলা চা'লান হয়েছে।

এদিকে আইআরজিসি বলেছে, ই’রাকে দুই মার্কিন ঘাঁ'টিতে হা’মলা'র সময়ে কোনও ক্ষে’পণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবেলা করতে হয় নি। আইআরজিসি’র কুদস বাহিনীর প্রধান জেনারেল সো’লাইমানি গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন ক্ষে’পণাস্ত্র হা’মলায় নিহ'ত হন। তিনি রাষ্ট্রীয় সফরে ইরাকে গিয়েছিলেন।

এদিকে আন্তর্জাতিক আইন ল'ঙ্ঘ'ন করে চা'লানো এ হা’মলায় ইরাকের আধা সামরিক বাহিনী হাশদ আশ-শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহ'ত হন। সূত্র: পার্স টুডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে