বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৬:১৫:১০

প্র'তিশো'ধ নিতে ইরানের আকাশে শব্দের চেয়ে বেশি গতির ৫২ শ'ক্তিশা'লী যু’দ্ধবিমান!

প্র'তিশো'ধ নিতে ইরানের আকাশে  শব্দের চেয়ে বেশি গতির ৫২ শ'ক্তিশা'লী যু’দ্ধবিমান!

আন্তর্জতিক ডেস্ক : প্র'তিশো'ধ নিতে ইরানের আকাশে  শব্দের চেয়ে বেশি গতির ৫২ শ'ক্তিশা'লী যু’দ্ধবিমান! ৫২টি এফ-৩৫এ যু’দ্ধ’বিমা’নের মহ'ড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পশ্চিমাঞ্চলীয় উতাহ ঘাঁটিতে একসঙ্গে ৫২টি সামরিক অ'স্ত্রে স'জ্জিত যু’দ্ধ’বিমা’নের মহ'ড়া চালাচ্ছে।

এফ-৩৫ মডেলের এ যু’দ্ধ’বি’মান অত্যন্ত দ'ক্ষ ও শ'ক্তিশা'লী। ‘যু’দ্ধের মুখোমুখি হতে হবে’-শক্র বি’মান এ বিষয়টি বোঝার আগেই সেটিকে ধ্বং'স করে দেওয়ার ক্ষ'মতা রয়েছে এই বিমানের।

এর গতি শব্দের গতির চেয়ে বেশি এবং এগুলো রাডারকে ফাঁকি দিতে সক্ষম। উচ্চপ্রযুক্তির ক্যামেরার মাধ্যমে পাইলট ককপিটে থেকে বি’মানের নিচে ভূমি পর্যন্ত সবকিছুর ছবি ৩৬০ ডিগ্রি কোণে দেখতে পারেন।

এদিকে জেনারেল সো’লাইমানিকে হ’ত্যা’র প্রতিশোধ হিসেবে ই’রাকের মা’র্কিন ঘাঁ'টিতে হা’ম’লার পর এক সমাবেশে ভাষণ দিয়েছেন ই’রানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খা’মেনেয়ী।

তিনি বলেছেন, আজ ভোরে যে প্র'তিশো'ধ নেওয়া হয়েছে তা একটি চ'পেটাঘা'ত মাত্র। এছাড়া তিনি বলেছেন ফের ই’রানে হা’ম’লা হলে যুক্তরাষ্টের মিত্র দেশগুলোকেও ছাড় দেওয়া হবে না বলে হু'শিয়া'রি দিয়েছেন খামেনি। এবং সব সময় ইরান প্রস্তুত আছে বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে