বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৭:০৫:৫৪

মধ্যরাতে হা'মলার বিষয়ে ইরাকের প্রধানমন্ত্রীকে সত'র্ক করেছিল ইরান

মধ্যরাতে হা'মলার বিষয়ে ইরাকের প্রধানমন্ত্রীকে সত'র্ক করেছিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে মার্কিন ঘাঁ'টিতে একাধি'ক ক্ষে'পণা'স্ত্র হা'মলার বিষয়ে দেশটিকে আগেই সত'র্ক করেছিল ইরান।বুধবার মধ্যরাতের কিছু পরেই ইরানের কাছ থেকে ইরাক সত'র্ক বা'র্তা পেয়েছিল বলে ইরাকের বিদা'য়ী প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি জানিয়েছেন। খবর বিবিসির।

ওই বা'র্তায় বলা হয়েছিল, কাসেম সোলাইমানির মৃ'ত্যুর প্র'তিক্রি'য়ায় ইরান ক্ষে'পণা'স্ত্র ছু'ড়ে'ছে বা ছু'ড়তে যাচ্ছে।

মাহদি বলেন, তাদেরকে বলা হয়েছিল যেসব স্থানে মার্কিন সেনা মো'তায়েন করা রয়েছে শুধু সেসব স্থানকেই টা'র্গে'ট করা হবে।একই সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকেও ফোন কল পেয়েছিল ইরাক। যাতে বলা হয় যে, আনবার প্রদেশের আল আসাদ বিমান ঘাঁ'টি এবং ইরবিল প্রদেশের হারির বিমান ঘাঁ'টিতে ক্ষে'পণা'স্ত্র আ'ঘা'ত হা'নতে শু'রু করেছে।হাম'লা সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে ইরাকি বাহিনীকে স'ত'র্ক করা হয়েছিল বলে জানান আদেল আব্দুল মাহদি।

বাগদাদে মার্কিন ড্রো'ন হা'ম'লায় কাসেম সোলাইমানিকে হ'ত্যার প্র'তিক্রি'য়ায় বুধবার ভোরে ইরাকে দুটি মার্কিন ঘাঁ'টি'তে ক্ষে'পনা'স্ত্র ছুঁ'ড়ে'ছে ইরান।মার্কিন সেনাঘাঁ'টিতে মিসা'ইল হাম'লায় ৮০ জন নিহ'ত হয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের সর্বোচ্চ নেতা আলী খোমেনি বলেছেন, ‘মি'সা'ইল হা'মলা ছিল আমেরিকার সৈন্যদের জন্য একটি চ'পে'টা'ঘা'ত’। তিনি এ অঞ্চল (মধ্যপ্রাচ্য) থেকে মার্কিন সেনাদের স'রে যাওয়ার আহ্বা'ন জানান।

মার্কিন প্রতির'ক্ষা সদর দফতর পে'ন্টাগন এ হা'মলার কথা স্বী'কার করলেও কোনো প্রা'ণহা'নির কথা জানায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে