বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৮:৫১:১১

বদ'লা নেয়ার পর ইরানের বিশেষ ঘোষণা

বদ'লা নেয়ার পর ইরানের বিশেষ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে দুটি মার্কিন ঘাঁ'টিতে হা'মলা করে কমা'ন্ডার কাশেম সোলাইমানিকে হ'ত্যার প্রতিশো'ধ নেয়া শেষ। এরপর এ সংক্রা'ন্ত সকল উ'ত্তেজ'নার অবসা'ন চায় ইরান। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোরকম যু'দ্ধেও জ'ড়াতে চায় না। হা'মলার পর এই টুইটবার্তায় এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

মার্কিন ঘাঁ'টিতে ক্ষে'পণা'স্ত্র হা'মলার কয়েক ঘণ্টা পর এক টুইটে জাভেদ জারিফ লিখেছেন, ‘আমাদের জনগণ ও প্রবীণ কর্মকর্তাদের ওপর যে ঘাঁ'টি থেকে কা'পুরু'ষো'চিত স'শ'স্ত্র হা'মলা করা হয়েছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছে'দ অনু'সারে আ'ত্মর'ক্ষায় ইরান সেখানে সে অনুযা'য়ী ব্যবস্থা নিয়ে এ ঘটনার সমা'প্তি টে'নে'ছে। আমরা যু'দ্ধ বা উ'ত্তেজ'না বা'ড়াতে চাই না, তবে যেকোনো আ'গ্রাস'নের বিরু'দ্ধে নিজেকে র'ক্ষা করব।’

হা'মলার পর ছোট্ট একটি টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সেখানে লিখেছেন, ‘অল ইজ ওয়েল (সব ঠিক আছে)’।
এছাড়া হা'মলা নিয়ে স্থানীয় সময় বুধবার সকালে মার্কিন জনতার উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে তার।

বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরে গত শুক্রবার মার্কিন বিমান হা'মলায় নিহ'ত হন ইরানের এলিট বাহি'নী আল কুদসের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি। এই হ'ত্যার বদ'লা নিতে বুধবার ভোরে ইরাকের দুটি মার্কিন সামরিক ঘাঁ'টিতে ভ'য়াব'হ ক্ষে'পণা'স্ত্র হা'মলা চা'লায় ইরান। ওই হা'মলায় ৮০ জন মার্কিন সেনা নিহ'ত এবং আরো ২০০ জন আহ'ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। তবে এই হাম'লায় ইরাকে অবস্থা'নরত ব্রিটিশ ও কানাডীয় সেনাদের কোনো ক্ষ'তি হয়নি বলে জানা গেছে।

ইরানের এক সাম'রিক সূ'ত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম পার্স টুডে আরো জানায়, ইরানের নি'ক্ষি'প্ত একটি ক্ষে'পণা'স্ত্রও মো'কা'বেলা করতে পারেনি মার্কিন ক্ষে'পণা'স্ত্র প্রতির'ক্ষা ব্যব'স্থা। প্রতিটি ক্ষে'পণা'স্ত্রই মার্কিন ঘাঁ'টিতে আঘা'ত হে'নে'ছে। হামলায় মার্কিন ঘাঁ'টিতে অবস্থিত জ'ঙ্গি'বিমান, ড্রো'ন ও হেলিকপ্টারসহ সা'মরিক সরঞ্জা'মের ব্যা'পক ক্ষ'য়ক্ষ'তি হয়েছে। মার্কিন ঘাঁ'টি দুটিতে সবমিলিয়ে ২২টি ক্ষে'পণা'স্ত্র আঘা'ত হা'নে বলে দাবি করেছে তেহরান।

ইরাকের সামরিক সূ'ত্রও দুটি মার্কিন ঘাঁ'টিতে মোট ২২টি ক্ষে'পণা'স্ত্র হাম'লার কথা জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে